মুর্শিদাবাদ : গুলিবিদ্ধ তৃণমূল কর্মী । দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে জখম হন তৃণমূল কর্মী শাহাবুদ্দিন মণ্ডল।
আরও পড়ুন : এটিএমের গাড়ি লক্ষ্য করে গুলি, নিরাপত্তারক্ষীর সাহসিকতায় উদ্ধার টাকা
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নওদা ব্লকের গোঘাটা চাঁদপুর এলাকায়। বুধবার রাতে মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তৃণমূল কর্মী শাহাবুদ্দিন মণ্ডলকে লক্ষ্য করে পেছন থেকে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় বাইক চালিয়ে এলাকায় ফিরে এসে চিৎকার শুরু করেন ওই তৃণমূল কর্মী। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানান, কে বা কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত সেটা এখনই বোঝা যাচ্ছে না। ঠিক কী কারণে গুলি করা হল সেটাও স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকালে ওই তৃণমূল কর্মীর বাড়িতে এলাকার লোকজন এসে পৌঁছয়। ফারুক হোসেন মণ্ডল বলেন, তাঁর কাকাকে যারা গুলি করল, অবিলম্বে তাঁদের গ্রেফতার করে কঠোর শাস্তি চান তিনি। পুরোনো শত্রুতার জেরে ওই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে নওদা থানার পুলিশ।