Friday, July 18, 2025
HomeCurrent NewsAsansol TMC: ২১ জুলাই ভিড় বাড়াতে কাউন্সিলরদের হুমকি তৃণমূল নেতার

Asansol TMC: ২১ জুলাই ভিড় বাড়াতে কাউন্সিলরদের হুমকি তৃণমূল নেতার

Follow Us :

আসানসোল: ফের বিতর্কে তৃণমূলের আসানসোলের কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য। ২১ জুলাই দলের শহীদ দিবসের প্রস্তুতিসভায় বক্তব্য রাখতে গিয়ে দলের কাউন্সিলরদেরই হুমকি দিলেন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমান আচার্য বলছেন, আমিও আসানসোলের নেতাদের কথা শুনি না এবং উজ্জ্বল চট্টোপাধ্যায় আসানসোলের নেতাদের কথা শোনে না। আমরা যদি এক হয়ে যাই তবে ওদের ভাবতে হবে। এরপরেই তিনি বলেন, আগামী ২১ জুলাই কুলটির প্রতিটি ওয়ার্ড থেকে দুটো করে বাস ভর্তি লোক নিয়ে যেতে হবে। যে কাউন্সিলর এটা করবেন না, তাঁর ওয়ার্ডে যাতে কাজ না হয়, তার ব্যবস্থা করা হবে। যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

তাঁর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও বিমান আচার্য নিজের বক্তব্যের সমর্থনে বলেন, আসানসোলের কিছু নেতার প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন। মলয় ঘটক বা বিধান উপাধ্যায়কে না-মানলে দলে থাকার কোনও অধিকার নেই তাঁর। কাউন্সিলরদের চাপে রাখতেই তিনি একথা বলেছেন। কারণ দলের টিকিটেই তাঁরা কাউন্সিলর হয়েছেন।

তিনি একথা বললেও দলের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক বলেন, এই ধরনের কথা শুনিনি। এই ধরনের কথা তিনি বলতে পারেন না। কারণ কিছু বলতে গেলে দলের মুখপাত্র বলবেন। তিনি যদি বলে থাকেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। দলের এধরনের কোনও নির্দেশ নেই। যদি এমন কেউ বলে থাকে, তবে তাঁর প্রতি দল ব্যবস্থা নেবে।

আরও পড়ুন Eknath Shinde: মারাঠা বিদ্রোহ হুমকি-পালটা হুমকিতেই থিতু, জট কোন পথে?

আর এই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে বলেন, এই বিষয়টি যদিও তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তবুও এটা তো ওদের দলের কালচারেই আছে। সারা রাজ্যে তৃণমূলের দুটো লবি কাজ করছে। একটি দিদির, অন্যটি ভাইপোর। দেখুন এক্ষেত্রেও সেরকম কিছু ঘটেছে কি না। এতদিন তৃণমূল সাধারণ মানুষকে হুমকি দিয়ে এসেছে, এখন নিজের দলের লোককেই হুমকি দিচ্ছে।

আরও পড়ুন Weather Update: দক্ষিণে সদয় হবেন না বরুণদেব, উত্তরে অতি-সদয়

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39