skip to content
Wednesday, January 22, 2025
HomeCurrent NewsHowrah: 'ডাকাত' পুলিস, হাওড়ায় গ্রেফতার দুই কনস্টেবল

Howrah: ‘ডাকাত’ পুলিস, হাওড়ায় গ্রেফতার দুই কনস্টেবল

Follow Us :

হাওড়া: রক্ষকই ভক্ষক। ডাকাতির অভিযোগে গ্রেফতার দুই পুলিস কর্মী। পুলিসের পরিচয় দিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে সোনা ও রুপোর গহনা ছিনতাইয়ের অভিযোগে হাওড়া সিটি পুলিসের দুই পুলিস কর্মী গ্রেফতার করল বড়বাজার থানার পুলিস।

এর আগে কলকাতা ও রাজারহাট থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত দুই পুলিস কর্মীর নাম সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় বড়বাজার থানার পুলিস। কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। রাজারহাট থেকে ওই দুই পুলিস কর্মীকে গ্রেফতার করে পুলিস।

(বিস্তারিত আসছে)

এটি একটি ব্রেকিং নিউজ। খবরটি কলকাতা টিভি ডিজিটাল সদ্য প্রকাশ করেছে। এ সংক্রান্ত আরও বিস্তারিত খবর কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হবে। সেই খবর পেতে নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালের হোম পেজে। সমস্ত খবরের খুঁটিনাটি, যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরই কলকাতা টিভি ডিজিটাল খবর প্রকাশ করে থাকে। একেবারে নির্ভুল, তথ্যসমৃদ্ধ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে কলকাতা টিভি ডিজিটাল দায়বদ্ধ। ফেক নিউজের পাহাড় থেকে খুঁজে খুঁজে প্রকৃত খবর পাঠক, দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা টিভি ডিজিটালের সাংবাদিকরা কোনও চেষ্টা সরিয়ে রাখে না।

RELATED ARTICLES

Most Popular