কুলপি: মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল কুলপির করঞ্জলী গ্রাম। পরকীয়ায় হাতেনাতে ধরা পড়ায় গ্রামের গৃহবধূ ও এক যুবককে বিবস্ত্র করে দু’জনকে একসঙ্গে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এখানেই শেষ হয়নি অত্যাচার। গোটা ঘটনার এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়। সোশাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ওই ভিডিয়ো। এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় কুলপি থানার করঞ্জলি এলাকায়।
জানা গিয়েছে, নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। গত মঙ্গলবার রাতে গ্রামেরই এক যুবকের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় ওই গৃহবধূর শ্বশুড়বাড়ির লোকজন তাঁকে দেখে ফেলে। এর পরই শ্বশুরবাড়ির লোকজন ও এলাকার বাসিন্দারা মিলে ওই গৃহবধূ এবং তাঁর প্রেমিককে বিবস্ত্র করে গাছে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। সোশাল মিডিয়ায় ভাইরাল করা হয় ভিডিয়ো।
আরও পড়ুন: Rubella Vaccine side effects: দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সুদেষ্ণা, দরকার বিপুল টাকা, উদ্বেগে পরিবার
এই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ওই গৃহবধূ ও যুবককে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে কুলপি থানার পুলিশ। ঘটনার পর থেকে ঘরছাড়া রয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ। ঘরছাড়া ওই নির্যাতিতা গৃহবধূ।
সুন্দরবন পুলিশ জেলার এসপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার বিষটিও খতিয়ে দেখছে কুলপি থানার পুলিশ। কে বা কারা এর পিছনে রয়েছে সেটাও খুঁজে বার করা হবে।