পূর্ব বর্ধমান: বিদ্যুৎ বিল থেকে সাশ্রয়ের উপায়ে মুক্তি পেতে সোলার প্যানেল বিদ্যুৎ সংযোগ নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করল ভারত সরকার অনুমোদিত সংস্থা। এদিন কর্মশালাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বর্ধমান ভবনের প্রেক্ষাগৃহে।
বর্ধমান মূলত কৃষিপ্রধান জেলা। সেখানে রয়েছে প্রচুর রাইস মিল এবং কোল্ড স্টোরেজ। তাই কৃষি ক্ষেত্রে সার্বিক উন্নতির জন্য এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন রাইস মিল ও কোল্ড স্টোরেজের প্রতিনিধিরা।
এদিনের কর্মশালায় সোলার প্যানেল সিস্টেমের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ারেরা জানান কিভাবে বিদ্যুৎ বিল থেকে সাশ্রয় পাবে সেই বিষয়ে মূলত আলোচনা হয় এদিনের কর্মশালায়। পাশাপাশি তাঁরা আরও বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে ইএমআই-এর ব্যবস্থা করা হয়েছে।