নদিয়া: ফেসবুক লাইভ করে আত্মঘাতী হলেন এক যুবক। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বাসন্তী পাড়ায়। শান্তিপুর থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনটিও।
পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম রবি বিশ্বাস, বয়স ২১। পরিবার সূত্রে খবর, ওই রাতে রবি নিজের ঘরে ঢুকে ভিতর থেকে জরজা বন্ধ করে দেন। রাত ৮টা নাগাদ রবি তাঁর মোবাইল ফোনে ফেসবুক লাইভ করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। বেশকিছু সময় কেটে যাওয়ার পর রবি দরজা না খোলায় তা ভাঙা হয়। ভিতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে ঝুলছে রবি। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Deucha Pachami Coal Block: দেউচা পাঁচামির ক্রাশার মালিকরা প্রকল্পের পক্ষে, জেলাশাসকের সঙ্গে বৈঠক
পরিবার সূত্রের খবর, রবি কর্মসূত্রে ভিনরাজ্যে থাকতেন। দিন সাতেক আগে তিনি শান্তিপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু তিনি কী কারণে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলেন, তা নিয়ে সংশয়ে পরিবার। স্থানীয়রা জানান, চাকরি নিয়ে রবি ভিনরাজ্যে চলে যাওয়ার পর তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বাড়িতে কোনও অশান্তি ছিল কি না, তা নিয়ে মুখ খুলতে নারাজ পরিবারের সদস্যরা। স্বামীর মৃত্যুর খবর পেয়ে রবির স্ত্রী রুপালি বিশ্বাস শ্বশুরবাড়িতে আসেন। তিনিও কোনও মন্তব্য করতে চাননি।