বালুরঘাট: কুমারগঞ্জে আদিবাসী মহিলার খুনের ঘটনায় তাঁর সৎ ভাইকে গ্রেফতার করল পুলিস। জমিজমা নিয়ে বিবাদের কারণেই তার সৎ ভাই খুন করেছে বলে পুলিসের দাবি। পুলিস জানায়, ওই মহিলা ধর্ষিতা হননি, এমনটাই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে।
এদিকে, শুক্রবার শ্মশানে দাঁড়িয়ে তাঁর ভাই স্থানীয় বন্ধুদের কাছে দাবি করে, সে খুনের ঘটনায় আদৌ জড়িত নন। তার মুক্তির দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এর কিছু পরেই ঘটনাস্থলে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ মৃতার ভাইকে অযথা ফাঁসানো হয়েছে। সুকান্তও স্থানীয়দের সঙ্গে অবোরধে শামিল হন।
বিজেপি সভাপতির অভিযোগ, অবরোধের অভিযোগে স্থানীয় অনেক যুবককে ধরে নিয়ে যায়। তিনি তাদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, রাজ্য জুড়ে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, পুলিশ জনগনকে নিরাপত্তা না দিলেও তৃণমূল নেতাদের বাড়ি পাহারা দিতে ব্যস্ত।
শেয়ার করুন