Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsGosaba Crocodile: গোসাবায় নদী পেরিয়ে লোকালয়ে ঢুকল কুমির

Gosaba Crocodile: গোসাবায় নদী পেরিয়ে লোকালয়ে ঢুকল কুমির

Follow Us :

গোসাবা: নদী পেরিয়ে কুমির ঢুকলো লোকালয়। শুক্রবার সন্ধ্যায় হর সিন্ধু জানা নামে এক ব্যক্তির বাড়ির পুকুরে কুমির ঢুকে পড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার দুলকি এলাকায়।
বাড়ির পুকুর। পরিবারের নিত্যদিনের যাতায়াত সেখানে। সেখানে আচমকাই দেখা গেল এক কুমির। নদী পেরিয়ে বাড়ির এক পুকুরে ঢুকে পড়ল কুমির। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বন দফতরকে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গেলেও ধরা পড়েনি কুমিরটি। তবে কুমিরটিকে ধরতে প্রক্রিয়া শুরু হয়েছে। জাল বিছিয়ে কুমিরটিকে ধরার চেষ্টা করছে বন দফতরেরআধিকারিকরা।

আরও পড়ুন: Elon Musk: ইলন মাস্কের টুইটে শেয়ার-দরে পতন, সামাল দিতে ফের লিখলেন টুইটার কিনতে প্রতিশ্রুতিবদ্ধ

দুর্গা দুয়ানী নদী থেকে কমির গিয়ে ঢুকে পড়ে ওই ব্যক্তির পুকুরে। ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বনদফতরের কর্মীরা প্রাথমিক ভাবে মনে করছেন, অশনি ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলছে। যে কারণে নদী থেকে বাঁধ টপকে পুকুরে ঢুকে পড়েছে ওই কুমিরটি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments