কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দুরন্ত এক্সপ্রেসে নিম্নমানের খাবারের অভিযোগ। ডাউন ১২২৬১ নম্বরের মুম্বাই-হাওড়ামুখী দুরন্ত এক্সপ্রেসে রাতের খাবারে খিচুড়ি। এমনকী সেই খিচুড়িরও খারাপ ছিল বলে অভিযোগ। যাত্রীদের অভিযোগ, ২১ জুন মুম্বাই থেকে বিকাল ৫টায় ট্রেন ছাড়ার কথা ছিল। তার বদলে প্রায় পাঁচ ঘণ্টা পরে অর্থাৎ রাত ১০টায় ট্রেন ছাড়ে। প্রথমে খাবার দেওয়া হয় ঠান্ডা সিঙারা ও চা। এমনকি রাতের খাবারে দেওয়া হয় জলে ভেজা রুটি ও সবজি। দুরন্ত এক্সপ্রেসে এমন খাবার দেওয়ায় ক্ষোভ উগড়ে দেয় যাত্রীরা।
]যাত্রীদের আরও অভিযোগ, বুধবার সন্ধ্যে আটটা নাগাদ হাওড়ায় ট্রেন আসার কথা থাকলেও তা আসে ২৩ জুন অর্থাৎ বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ। প্রায় ৯ ঘণ্টা দেরিতে ঢোকে ডাউন মুম্বাই-হাওড়া দুরন্ত এক্সপ্রেস। যাত্রীদের আরও অভিযোগ, ২২ জুন দুপুরেও নিম্ন মানের খাবার দেওয়া হয়েছে। বারবার আইআরসিটিসি (IRCTC) কর্মীদের জানিয়েও কোনও সুরাহা হয়নি। আইআরসিটিসির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওপর মহল যেমন নির্দেশ দিয়েছেন, সেরকম খাবারই তাঁরা পরিবেশন করেছেন। দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনে এমন পরিষেবায় ক্ষুব্ধ যাত্রীরা। যাত্রীদের তরফে আইআরসিটিসি-র অভিযোগ প্রদান নোট বুকে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি।