মালদহ: বিয়ে বাড়ি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরের জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায়। মৃত ব্যক্তিদের নাম অমল মাহাতো,(৪০), শুকুরমণি মাহাতো (৩৫), সুকুমার টুডু(৪০) এবং অভিজিৎ হাঁসদা (৪)। এরা প্রত্যেকেই হবিবপুরের কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লানসা এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে পুলিসে এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, লানসা এলাকা থেকে একটি ভুটভুটিতে ১২ জন নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন হবিবপুর থানার মানিকরা এলাকায়। বাড়ি ফেরার পথে গোয়ালবাড়ি এলাকায় একটি পিকআপ ভ্যান ওই ভুটভুটিতে ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় সকলেই। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয়রা বুলবুলচণ্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অভিজিৎ হাঁসদা ও শুকুরমণির। বাকিদের রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে। সেখানেই মৃত্যু হয় অমল মাহাত ও সুকুমার টুডুর। এখনও চিকিৎসাধীন রয়েছেন মিরা সরেন (৪০) ও প্রমিলা সরেন (৩২) ও মঙ্গল মার্ডি (৩৫) নামে তিনজন। এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার সহ গোটা গ্রামে।