নন্দীগ্রাম: নন্দীগ্রামে শুভেন্দুর মিছিলে বাধা পুলিশের। স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত তিরঙ্গা যাত্রা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখানেই তাঁকে বাধা দেয় পুলিস। মিছিলের অনুমতি না থাকায় শুভেন্দু অধিকারী মিছিল আটকালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। নন্দীগ্রামের তেখালি ব্রিজের কাছে শুভেন্দুর এই মিছিল আটকে দেয় পুলিশ।
জানা গিয়েছে, এদিন নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। প্রায় ১৮ কিলোমিটার বাইক নিয়ে ব়্যালির কর্মসূচি ছিল তাঁর। সেই মিছিলেই বাধা দেয় পুলিস। শুভেন্দুর অভিযোগ, কোনও কারণ ছাড়াই এই মিছিল আটকেছে পুলিশ। কর্তব্যরত তিন অফিসারের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবো। তিনি আরও বলেন, এই ১৮ কিলোমিটার পথ পুলিস হেঁটে যেতে বলেছে। এটা কি সম্ভব। কী কারণে এই মিছিল আটকানো হল।
শেয়ার করুন