২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
যদিও এই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির
Nandigram: তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  রাতুল বন্দ্যোপাধ্যায়
  • আপডেট সময় : ০৭-০২-২০২৩, ১:২০ অপরাহ্ন

নন্দীগ্রাম: নন্দীগ্রামের (Nandigram) কালীচরণপুরে তৃণমূলর (TMC) কর্মীর বাড়িতে আগুন। অভিযোগের তির বিজেপির (BJP) বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম কালীচরণপুর এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ তৃণমূলের কর্মী সঞ্জয় দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধএ এই আগুন লাগানোর অভিযোগ করা হয়। তৃণমূল কর্মী সঞ্জয়ের অভিযোগ, এদিন ভোরে আচমকাই বোমাবাজির আওয়াজ পান পরিবারের সদস্যরা। সেই আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে দেখেন তাঁদের নতুন নির্মীয়মাণ মাটির বাড়িতে আগুন জ্বলছে। এলাকার লোকজনদের চিৎকার করে ডেকে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ততক্ষণে পুরো বাড়ি পুড়ে যায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:Saltlake Incident: সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ৩

তৃণমূলের তরফে এই ঘটনায় বিজেপি দিকে আহুল তোলা হয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, জায়গা নিয়ে পারিবারিক গণ্ডগোলের কারণে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সঞ্জয়ের আরও অভিযোগ, আগে বিজেপি করতাম। এখন বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেছি। তারই হয়তো প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। পুরো ঘটনার তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শাসক-বিরোধী গণ্ডগোল। এদিনের এই ঘটনায় ফের একবার তা প্রমাণিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Tags : Nandigram TMC BJP Panchayat Elecion 2023 তৃণমূল কর্মীর বাড়িতে আগুন

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.