বালুরঘাট: চতুর্থ শ্রেনির ছাত্রীকে (Student) দিয়ে স্কুলের শৌচাগার (Toilet) পরিষ্কার (Cleaning) করানোর অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় দক্ষিণ দিনাজপুরের(Dakkhin Dinajpur) বালুরঘাট (Balurghat) ব্লকের কুড়মাইল গ্রামে। ঘটনার প্রতিবাদে সরব অভিভাবক (Parents) থেকে শুরু করে গ্রামবাসীরা। জেলা ডিপিএসসির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদাও (Santosh Hansda) ওই স্কুলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে ঘিরেও অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান।
গত শনিবার কুড়মাইল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে দিয়ে শৌচাগার পরিষ্কার করিয়ে ছিলেন প্রধান শিক্ষক। ওই ছাত্রী বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ, এ নিয়ে বন্ধুদের হাসাহাসির মুখেও পড়তে হয় ওই ছাত্রীকে। সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পরই ওই ঘটনাটি বাড়ির লোকজনকে জানায় ওই ছাত্রী।
আরও পড়ুন: STF: তিন জঙ্গির ব্যাপারে তদন্তের পথে এনআইএ
ওই ছাত্রীর পরিবারের দাবি, স্কুলের প্রধান শিক্ষক তাকে দিয়ে জোর করে স্কুলের শৌচাগার পরিষ্কার করিয়েছেন। কেন স্কুলের শৌচাগার ছাত্রীকে দিয়ে পরিষ্কার করানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বাড়ির লোকজন। রবিবার স্কুল ছুটি থাকায় অভিযোগ জানাতে পারেননি ছাত্রীর বাড়ির লোকজন। সোমবার স্কুলে বিক্ষোভ দেখানোর পর অভিভাবকরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি অফিসে যান। তাঁরা ডিপিএসসির সামনেও বিক্ষোভ দেখান।
অভিভাবকদের আরও অভিযোগ, স্কুলে পড়াশোনাও ঠিকমতো হয় না। স্কুলের ক্লাস অত্যন্ত অনিয়মিত। তার উপর ঘটল এমন অমানবিক ঘটনা।
শিক্ষা সংসদের চেয়ারম্যান জানান, বিষয়টি দেখা হচ্ছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে। যদিও, পুরো বিষয়টি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।
শেয়ার করুন