ধূপগুড়ি: জমি মাফিয়াদের (Land Mafia) হুমকির জেরে এক ব্যবসায়ীর (Businessman) মৃত্যু ঘিরে উত্তেজনা ধূপগুড়িতে (Dhupguri)। সোমবার দুপুরে শহরের বিবেকানন্দ পাড়ায় বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা (Suicide) করে জাগ্রত বিশ্বাস নামে ওই ব্যবসায়ী এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। ধূপগুড়ি (Dhupguri) গ্রামীণ হাসপাতাল হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
মৃতের পরিবারের অভিযোগ, খলাইগ্রাম এলাকায় একটি জমি বিক্রিকে কেন্দ্র করে গত মাস তিনেক ধরে জাগ্রতর সঙ্গে জমি মাফিয়াদের গোলমাল চলছিল। টাকা চেয়ে তাঁর উপর নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল। রবিবার রাতে শহরের সিনেমাহল মোড়ে একটি দোকানে ডেকে নিয়ে জাগ্রতকে মারধরও করা হয়। তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। মৃতের মেয়ে পায়েল বিশ্বাস জানান, ওই ঘটনার পরই বাবা সোমবার দুটি নোটে সুইসাইড নোট চার জনের নাম লিখে বিষ খেয়ে আত্মঘাতী হন। পায়েল জানান, সুইসাইড নোটে তাঁর জ্যাঠা রতন বিশ্বাস এবং স্নেহাশিস বক্সি নামে দুজনের কথা লেখা রয়েছে। এছাড়াও নাম রয়েছে জাগ্রতর ভাইপো জিতেন বিশ্বাস এবং রতন সরকারের। পায়েল জানান, বাবাকে মারধরের ঘটনায় আরও কয়েকজন জড়িত। এই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই ভাইয়ে-ভাইয়ে ঝামেলা চলছিল। কিন্তু তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা বিশ্বাস পরিবার ভাবতেই পারছে না। পুলিশ ইতিমধ্যেই জাগ্রতর দাদা রতন বিশ্বাস এবং স্নেহাশিস বক্সিকে গ্রেফতার করেছে। স্নেহাশিস বিজেপির ধূপগুড়ি মণ্ডল কমিটির সম্পাদক।
আরও পড়ুন:Mohanogorer Mohamela: মহানগরের মহামেলার উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম
সোমবার রাত থেকেই এলাকা ছিল থমথমে। মঙ্গলবার সকালে বিশাল পুলিশ (Police) বাহিনী নামানো হয়। এলাকায় হাজির ছিলেন ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিত লামা। এদিন বিকেলে ময়না তদন্তের পর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। কড়া পুলিশি পাহারায় জাগ্রতর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের দাবি, এই ঘটনায় জাগ্রত যযাদের নাম লিখে গিয়েছেন তাদের কড়া শাস্তি দিতে হবে।
শেয়ার করুন