বেলদা: বিশেষ ভাবে সক্ষম নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ বাবার হাতে মৃত্যু হল ছেলের এমনটাই অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের (West Mednapur) বেলদা (Belda) থানার কিয়াঝুরি গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ (Police) জানায়, মৃতের নাম মৃন্ময় পরামানিক (৩৯)। স্থানীয় সূত্রের খবর, হইচই শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মৃন্ময় মাটিতে পড়ে আছেন। আর মৃন্ময়ের বাবা গুঁইরাম বাঁশ হাতে চুপচাপ দাঁড়িয়ে। প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ৭৫ বছরের বৃদ্ধ গুঁইরাম থানায় নিয়ে যায়। তাঁর নাতি রাজুকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশই।
স্থানীয় সূত্রের খবর, মৃন্ময়ীর ছেলে ২১ বছরের রাজু জন্ম থেকেই বিশেষ ভাবে সক্ষম। রাজুর মা কল্পনা পরামানিক বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান।বাড়ি ফিরে ঘটনার কথা জানতে পেরে মানসিক ভাবে ভেঙে পড়েন। বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান তিনি। ঘটনাটি ঘটবার সময়ও কাজে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, তার স্বামী প্রায় প্রতিদিনই মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করে। আজও সেরকম কোনও পারিবারিক বিবাদের জেরে তাঁদের ছেলে মারধর করছিল। কিন্তু চোখের সামনে ছোট্ট নাতিকে মার্ খেতে দেখতে সহ্য করতে পারেন না বৃদ্ধ বাবা। থমে কয়েকবার ছেলে কে আটকাতে গেলে তাকেও পাল্টা মার্ খেতে হয় ছেলের হাতে। কিন্তু অবশেষে নাতির হওয়া উপর অত্যাচার আর সহ্য করতে পারছিল না রাজুর দাদু। রাগের বশে অবশেষে হাতের সামনে থাকা বাঁশ দিয়ে ছেলের উপর এলোপাথাড়ি মেরে দেয়। আর সেখানেই মৃত্যু হয় মৃন্ময়ের।
শেয়ার করুন