কলকাতা: হুগলি (Hoogley)–হাওড়া (Howrah) জুড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) সাম্রাজ্য চলে ইডির (ED) হানা। উদ্ধার একাধিক প্রভাবশালীর নাম। ওই গেস্ট হাউসে (Guest House) অবাধে আনাগোনা ছিল ওই সব প্রভাবশালীর। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক জায়গা জমির নথি। এছাড়াও জানা যাচ্ছে, হুগলী জেলার বেশ কিছু দলীয় অনুষ্ঠানে বিপুল পরিমানাটাকে ঢেলেছিল ওই সব নেতারা। এরই মাঝে আবার শান্তনুর ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে (Ayan Shil) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । চুঁচুড়া থেকে আটক করা হয় তাঁকে। এরপর শনিবার রাতে সল্টলেকে নিয়ে আসা হয়। সেখানে ১৬ ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি সঙ্গে মেরাথন জিজ্ঞাসাবাদ। তারপর সেখান থেকে বেশ কিছু নথি এবং ডিজিটাল ডকুমেন্টও মিলেছে। এমনকী অয়নের সঙ্গে টলিউডের প্রসঙ্গও সামনে আসছে। ইডি সূত্রের দাবি, হানা দিয়ে মিলেছে চাকরিপ্রার্থীদের তালিকা সম্বলিত বেশ কিছু নথিও মিলেছে তাঁর ফ্লাট থেকে। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো সরকারি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না হয়েও একজন প্রোমোটারের অফিসে এই নথি কিভাবে এলো সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ISL Champion Mohun Bagan | প্রীতম কোটালের কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার আছে: শিল্টন পাল
শনিবারই বলাগড়ের একটি রিসর্টে শান্তনু-ঘনিষ্ঠ কয়েক জনকে জেরা করেন ইডির আধিকারিকরা। পাশাপাশি একটি দল পৌঁছে যায় অয়নের বাড়িতেও। সেখানে অয়নের পাশাপাশি জেরা করা হয় তাঁর মাকেও। অয়নের বাবা সদানন্দ শীল জানান, নিয়োগ দুর্নীতিতে তাঁর ছেলে যুক্ত কি না তা জানতে চাওয়া হয়। কিন্তু আযানের বাবার দাবি, তার ছেলে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত কি না তা তার পক্ষে জানা সম্ভন না। তবে তিনি ইডিকে তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। অয়নের পরিবার সূত্রে খবর, একাধিক কাগজে অয়নের বাবা সদানন্দ শীলকে দিয়ে সই করিয়েছেন ইডি অফিসাররা।
ইডি সূত্রে খবর, সল্টলেকের এফডি ব্লকের এই অফিসটি ভাড়া নিয়েছিলেন অয়ন। প্রায় তিন বছর আগে সেই সল্ট লেকের বাড়িটি ভাড়া নিয়েছিলেন অয়ন। বাড়ির মালিক যেই সময় তিনি বাড়ি ভাড়া নেন, তখন নিজেকে প্রোডাকশন হাউসের কাজ করেন বলে পরিচয় দিয়েছিলেন।
শেয়ার করুন