1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
G 20 Meet | কাশ্মীরে শুরু জি ২০ বৈঠক, বয়কট চীন-পাকিস্তানের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  শুভেন্দু ঘোষ
  • Update Time : 22-05-2023, 5:10 pm

শ্রীনগর: স্বর্গ এখানে থমকে দাঁড়িয়ে থাকে। সেই ভূস্বর্গ কাশ্মীরে শুরু হল জি ২০ ভুক্ত দেশগুলির পর্যটন সংক্রান্ত বৈঠক। সন্তুর-রবাবের মিঠে সুরের গুঞ্জনে বিদেশি অতিথিদের বরণ করে নিলেন কাশ্মীরি শিল্পীরা। অতিথিদের নিরাপত্তায় জম্মু-কাশ্মীরকে খাঁচা বানিয়ে ফেলা হয়েছে। সর্বত্র গিজগিজ করছে আধা সামরিক বাহিনী। পাকিস্তান ও চীন এই বৈঠক বয়কট করেছে। পাকিস্তানের জোরাল আপত্তির কারণে চীনও পাশ কাটিয়ে গিয়েছে এই বৈঠকের। জম্মু-কাশ্মীরে ভারতের অবৈধ দখলদারিকে চিরস্থায়ী করার লক্ষ্যেই বিদেশি অতিথিদের আসরে নামানোর উদ্দেশ্য বলে বর্ণনা করে ইসলামাবাদ।

আজ, সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৪ মে পর্যন্ত এই বৈঠক চলবে। আজকের বিষয় ছিল, কাশ্মীর ও সিনেমা শিল্প। সেখানে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও জম্মুর ভূমিপুত্র তথা উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং বলেন, এখানে এই বৈঠক হচ্ছে, যা প্রমাণ করে গত কয়েক বছরে কতটা বদল এসেছে আবহাওয়ায়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কাশ্মীরে কত না ছবির শুটিং হয়েছে। কিন্তু, আচমকা ১৯৯০ সাল থেকে তা থমকে যায়। আবার সেই সময় ফিরে এসেছে। সিনেমার মধ্য দিয়ে এখানকার অর্থনীতিকে চাঙ্গা করার সময় এসেছে। দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীর ছেলে রামচরণ বলেন, আমার বাবা কাশ্মীরের গুলমার্গ ও সোনমার্গে কত সিনেমার শুটিং করেছেন। আমিও এই অডিটোরিয়ামেই ২০১৬ সালে শুটিং করেছি। কাশ্মীর আমাকে যেন জাদু করে রাখে। এদিন মঞ্চে তিনি বিখ্যাত নাট্টু নাট্টু বাজনার সঙ্গে নেচেও দেখান।

আরও পড়ুন: Jamai Sashti | জামাই ষষ্ঠী কী ও কেন পালন করা হয়? জানুন এর ইতিহাস

এদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টো জারদারি কাশ্মীরে অনুষ্ঠিত এই বৈঠকে দৃশ্যত হতাশ হয়ে বলেন, এটা আন্তর্জাতিক আইনবিরুদ্ধ। রবিবার থেকে তিনি পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে একটি অনুষ্ঠানে এসেছেন। সেখানে তিনি বলেন, বৈঠক করে তামাম কাশ্মীরিদের দাবিকে দমিয়ে রাখতে পারবে না ভারত। রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব ভঙ্গ করে ভারত গোটা বিশ্বের উপর প্রভাব খাটাতে পারবে না।

Tags : India Pakistan China G 20 Meet Srinagar New Delhi Actor Ram Charan

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.