1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
পথমবার মার্কশিটে কিউআর কোড
WB | HS Result | প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, প্রথম শুভ্রাংশু সর্দার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • Update Time : 24-05-2023, 11:05 am

কলকাতা: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এরপর বেলা ১২টা ৩০ মিনিট থেকে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটে ৷ ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার বেশি। ৮ লক্ষ ২৪ হাজার ১৯১ পরীক্ষা দিয়েছে। ৮৯.২৫ শতাংশ পাশের হার। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ( West Bengal Higher Secondary) ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। এদিনই হাতে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা।  অনলাইনে রেজাল্ট দেখার জন্য একাধিক ওয়েবসাইটের ঘোষণা করেছে সংসদ। http://www.wbchse.wb.gov.in, http://www.wbresults.nic.in, http://www.results.shiksha- এগুলিতে ফলাফল দেখা যাবে। প্রথমে ওয়েবসাইটটি খুলে West Bengal Higher Secondary Examination Result 2023-এ ক্লিক করতে হবে। এরপর পেজ খুললে রোল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই মার্কশিট দেখা যাবে। ওয়েবসাইট থেকেই রেজাল্ট ডাউনলোড করা যাবে। 

  • এ বছর পথমবার মার্কশিটে কিউআর কোড ব্যবহার করা  হয়েছে
  • মোট ১১টি জেলা পাশের হার বেশি,  ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি
  • পথমবার মার্কশিটে কিউআর কোড ব্যবহার করা  হয়েছে
  • রেডিও ফ্রিকুয়েন্সি ডিভাইস বা আরএফডি এবার প্রথম ব্যবহার করা হয়
  • পূর্ব মেদিনীপুরে পাশের হার সবথেকে বেশি
  • দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা
  • কলকাতা পাশের হারে ১০ নম্বরে রয়েছে
  • ৬০ শতাংশ নম্বর পেয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০
  • আগামী বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা,শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার সময়- দুপুর ১২ থেকে ৩.১৫ 
  • প্রথম দশের মধ্যে ৮৭ জন রয়েছে
  • মেধাতালিকায় এগিয়ে হুগলি,  ১৮ জন রয়েছে
  • প্রথম হয়েছে শুভ্রাংশু সর্দার,  নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ৪৯৬ নম্বর পেয়ে একক ভাবে প্রথম
  • যুগ্মভাবে দ্বিতীয় সুষমা খান ও উত্তর দিনাজ পুরের আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫
  • বাঁকুড়ার সুষমা খাঁ দ্বিতীয় হয়েছেন
  • ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন চারজন
  • তৃতীয় হয়েছে চন্দ্রকেতু মাইতি তমলুক হ্যামিলটন স্কুল, পিয়ালী দাস আলিপুর দুয়ার, শ্রেয়া মল্লিক দক্ষিণ দিনাজপুর
  • ৪৯৩ পেয়ে চতুর্থ হয়েছেন ৩ জন, দক্ষিণ দিনাজপুরের শ্রীজিতা বসাক, উত্তর ২৪ পরগনার প্রেরণা পাল ও আরও একজন
  • পঞ্চম হয়েছেন ৫ জন তাদের প্রাপ্ত নম্বর ৪৯২
  • ষষ্ঠ হয়েছেন  ১২ জন প্রাপ্ত নম্বর ৪৯১
  • সপ্তম স্থানে দেবাশিস বসাক, অর্ক ঘোষ, অভিরূপ পালপ, সৃজা উপাধ্যায়
  • অষ্টম স্থানে  সায়ন প্রধান, প্রাপ্ত নম্বর ৪৮৯ , পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল যোধপুর পার্ক
  • নবম হয়েছেন ১৮ জন, প্রাপ্ত নম্বর ৪৮৮ 
  • দশম স্থানে ১৭ জন  প্রাপ্ত নম্বর ৪৮৭ 
  • উর্দুতে প্রথম হয়েছেন মোঃ হাসান ৪৮৬ পেয়েছেন
  • নেপালিদের মধ্যে প্রথম স্নেহা নেপা
  • সাঁওতালি তিনজন মিলিতভাবে ৪৭২ পেয়েছেন বিবেক সারেং, মৌসুমী টুডু, সরস্বতী বাস্কে
  • ৩১ শে মে থেকে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে

Tags : West Bengal Higher Secondary Result Out উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.