WB | HS Result | প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, প্রথম শুভ্রাংশু সর্দার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Published by: শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
Update Time : 24-05-2023, 11:05 am
কলকাতা: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এরপর বেলা ১২টা ৩০ মিনিট থেকে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটে ৷ ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার বেশি। ৮ লক্ষ ২৪ হাজার ১৯১ পরীক্ষা দিয়েছে। ৮৯.২৫ শতাংশ পাশের হার। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ( West Bengal Higher Secondary) ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। এদিনই হাতে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। অনলাইনে রেজাল্ট দেখার জন্য একাধিক ওয়েবসাইটের ঘোষণা করেছে সংসদ। http://www.wbchse.wb.gov.in, http://www.wbresults.nic.in, http://www.results.shiksha- এগুলিতে ফলাফল দেখা যাবে। প্রথমে ওয়েবসাইটটি খুলে West Bengal Higher Secondary Examination Result 2023-এ ক্লিক করতে হবে। এরপর পেজ খুললে রোল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই মার্কশিট দেখা যাবে। ওয়েবসাইট থেকেই রেজাল্ট ডাউনলোড করা যাবে।
এ বছর পথমবার মার্কশিটে কিউআর কোড ব্যবহার করা হয়েছে
মোট ১১টি জেলা পাশের হার বেশি, ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি
পথমবার মার্কশিটে কিউআর কোড ব্যবহার করা হয়েছে
রেডিও ফ্রিকুয়েন্সি ডিভাইস বা আরএফডি এবার প্রথম ব্যবহার করা হয়
পূর্ব মেদিনীপুরে পাশের হার সবথেকে বেশি
দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা
কলকাতা পাশের হারে ১০ নম্বরে রয়েছে
৬০ শতাংশ নম্বর পেয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০
আগামী বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা,শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার সময়- দুপুর ১২ থেকে ৩.১৫
প্রথম দশের মধ্যে ৮৭ জন রয়েছে
মেধাতালিকায় এগিয়ে হুগলি, ১৮ জন রয়েছে
প্রথম হয়েছে শুভ্রাংশু সর্দার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ৪৯৬ নম্বর পেয়ে একক ভাবে প্রথম
যুগ্মভাবে দ্বিতীয় সুষমা খান ও উত্তর দিনাজ পুরের আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫
বাঁকুড়ার সুষমা খাঁ দ্বিতীয় হয়েছেন
৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন চারজন
তৃতীয় হয়েছে চন্দ্রকেতু মাইতি তমলুক হ্যামিলটন স্কুল, পিয়ালী দাস আলিপুর দুয়ার, শ্রেয়া মল্লিক দক্ষিণ দিনাজপুর
৪৯৩ পেয়ে চতুর্থ হয়েছেন ৩ জন, দক্ষিণ দিনাজপুরের শ্রীজিতা বসাক, উত্তর ২৪ পরগনার প্রেরণা পাল ও আরও একজন
পঞ্চম হয়েছেন ৫ জন তাদের প্রাপ্ত নম্বর ৪৯২
ষষ্ঠ হয়েছেন ১২ জন প্রাপ্ত নম্বর ৪৯১
সপ্তম স্থানে দেবাশিস বসাক, অর্ক ঘোষ, অভিরূপ পালপ, সৃজা উপাধ্যায়
অষ্টম স্থানে সায়ন প্রধান, প্রাপ্ত নম্বর ৪৮৯ , পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল যোধপুর পার্ক
শেয়ার করুন