1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
What is Sengol in History | নতুন সংসদ ভবনে স্থাপিত হবে 'সেঙ্গল', জানেন এটা কী? কী ইতিহাস এর পিছনে লুকিয়ে?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  শুভেন্দু ঘোষ
  • Update Time : 24-05-2023, 5:11 pm

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনে স্থাপন করা হবে 'সেঙ্গল'। কী জানেন এই সেঙ্গল বা আয়ূধ বা রাজদণ্ড? তাহলে জেনে নিন এর ইতিহাস ও গুরুত্ব। সেটা ১৯৪৭ সালের ১৪ অগাস্ট। ব্রিটিশ রাজশক্তির থেকে ভারতের স্বাধীনতা হস্তান্তরের রাত। রাত পৌনে এগারোটা নাগাদ তামিলনাড়ুর মানুষ পন্ডিত জওহরলাল নেহরুর হাতে তুলে দিলেন এই সেঙ্গল। যা প্রাচীনকালে চোল রাজবংশের ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। দীর্ঘদিন এলাহাবাদের সংগ্রহশালায় মুখ বুজে পড়ে থাকার পর এবার ইতিহাসের পাতা থেকে সেঙ্গল ঠাঁই পেতে চলেছে নয়া সংসদ ভবনে।

ঘটনা কী ঘটেছিল?

ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন প্রধানমন্ত্রী হতে চলা নেহরুকে ডেকে একদিন জিজ্ঞাসা করলেন, শপথ তো নিতে চলেছ। ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের কী অনুষ্ঠান হবে ভেবেছ কী? তোমরা যে নতুন ক্ষমতা পাচ্ছ তার তো কিছু একটা প্রতীক ঠিক করতে হবে নাকি!

আরও পড়ুন: HS Result | Merit List | WB | উচ্চ মাধ্যমিকের প্রথম দশ, দেখে নিন মেধাতালিকা

নেহরুও ভেবে দেখলেন, খারাপ বলেননি মাউন্টব্যাটেন। তিনি তখন প্রবীণ নেতা রাজাজির শরণাপন্ন হলেন। সি রাজাগোপালাচারী তখন নেহরুকে চোল সাম্রাজ্যের প্রথার কথা তুলে ধরেন। চোল বংশের রাজ্যাভিষেক হতো শীর্ষ ব্রাহ্মণ-পুরোহিতদের পুজোপাঠ ও রাজদণ্ড হস্তান্তরের মধ্য দিয়ে। সেখানেই এই সেঙ্গলের হাত বদল হতো। রাজাজি জানান, রাজারা সেঙ্গল হাতে নিয়ে বিচার করতেন ধর্ম অর্থাৎ ন্যায় রক্ষা করতে।

এরপর রাজাজি তামিলনাড়ুর তাঞ্জোরে একটি ধর্মীয় মঠে যান। অ-ব্রাহ্মণদের মঠ ছিল সেটি। এই শৈব অনুগামীদের অস্তিত্ব প্রায় ৫০০ বছর। এই দণ্ডের মাথায় রয়েছে 'নন্দী'। যা ন্যায়ের প্রতীক। আদিনম সম্প্রদায়ের প্রধান তৎক্ষণাৎ ৫ ফুট উচ্চতার সেঙ্গলকে প্রস্তুত করার কাজ শুরু করে দেন। চেন্নাইয়ের চেট্টি পদবির এক রত্নকারের উপর দায়িত্ব বর্তায়। ৯৬ বছরের ভুম্মিডি এথিরাজালু এবং ৮৮ বছরের ভুম্মিডি সুধাকর আজও সেদিনের কথা মনে করতে পারেন। সেই সময় খরচ পড়ে ১৫ হাজার টাকা। এরপর তামিলনাড়ু থেকে ১৪ অগাস্ট তিনজন বিমানে চলে আসেন দিল্লিতে। তাঁরা হলেন আদিনম মঠের উপপ্রধান, নাদশ্বরম বাদক রাজারতিনম পিল্লাই এবং সেঙ্গলবাহক এক গায়ক।

সন্ন্যাসী ভাইসরয় মাউন্টব্যাটেনের হাতে সেঙ্গল তুলে দেন এবং ফেরত নিয়ে নেন। তারপর পবিত্র জল দিয়ে তা পবিত্র করে তোলা হয়। শোভাযাত্রা সহকারে তা নিয়ে যাওয়া হয় নেহরুর বাসভবনে। সেখানে তাঁর হাতে দেওয়া হয় সেটি। সপ্তম শতকের এক তামিল সাধুর লেখা একটি বিশেষ গানও সেই অনুষ্ঠানে গীত হয়। ডঃ রাজেন্দ্র প্রসাদ ও অন্যদের উপস্থিতিতে নেহরু সেই দণ্ডধারণ করেন।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বলেন, মোদি সরকার এনিয়ে যখন জানতে পারে তখন আরও খোঁজখবর নেয়। প্রধানমন্ত্রী মোদি এটা নিয়ে স্পিকারের আসনের পাশে তা স্থাপন করবেন। তিনি আরও বলেন, ক্ষমতা হস্তান্তর কেবলমাত্র করমর্দন কিংবা দলিলে সই নয়। দেশের ঐতিহ্য ও পরম্পরার প্রতীক এই দণ্ড।  

Tags : Sengol New Parliament Building Modi Government PM Narendra Modi Amit Shah President Droupadi Murmu Jawaharlal Nehru Lord Mountbatten Chola Dynasty Allahabad Museum

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.