1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
Modi vs Rahul Opinion Poll | রাহুলের জনপ্রিয়তা বাড়লেও মোদির দাপট এখনও শীর্ষে, বলছে সমীক্ষা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  শুভেন্দু ঘোষ
  • Update Time : 24-05-2023, 6:59 pm

নয়াদিল্লি: সংসদের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট নিয়ে বিরোধীরা যখন এককাট্টা, তখন একটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও জনপ্রিয়তার শিখরে। সমীক্ষার মতে, কয়েক বছরের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও এখনও দাপিয়ে বেড়াচ্ছেন মোদিই। নরেন্দ্র মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে সমীক্ষাটি করে এনডিটিভি এবং লোকনীতি সেন্টার ফর দি স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ। প্রধানমন্ত্রী হিসেবে ৯ বছর পর মোদি সম্পর্কে জনমানসে কী ধারণা লোকসভাসহ একের পর এক ভোটের আগে মোদিকে নিয়ে মানুষ কী ভাবছে, তা যাচাই করতেই এই সমীক্ষাটি করা হয়।

কর্নাটক বিধানসভা ভোটের পর ১০ মে থেকে ১৯ মে পর্যন্ত ১৯ রাজ্যে এই সমীক্ষা চালানো হয়। কর্নাটকে গোহারা হারার পরেও বিজেপির পক্ষে সুখবর যে, মোদির জনপ্রিয়তা এখনও শক্ত রয়েছে। কারণ কর্নাটকে বিজেপি ভোটে হারলেও তাদের প্রাপ্ত ভোটের শতকরা হার একই রয়েছে। জনমতে অংশ নেওয়া ৪৩ শতাংশের মতে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএরই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা উচিত। এর বিপক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ মানুষ। প্রায় ৪০ শতাংশের মত, আজই যদি ভোট হয়, তাহলে তাঁরা বিজেপিকে ভোট দেবেন। মাত্র ২৯ শতাংশ কংগ্রেসের পক্ষে।

আরও পড়ুন: Mamata Banerjee | Arvind Kejriwal | মমতা-কেজরির কংগ্রেসহীন জোট শিবহীন যজ্ঞ, ফের কটাক্ষ অধীরের

সমীক্ষায় বিজেপির ভোটের হার মাত্র ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, কংগ্রেসের ভোট শতাংশ বেড়েছে প্রায় ১০ শতাংশ। ২০১৯ সালে বিজেপির পক্ষে ছিলেন ৩৭ শতাংশ, ২০২৩-এ তা দাঁড়িয়েছে ৩৯ শতাংশে। কংগ্রেসের ছিল ১৯ শতাংশ, এ বছর তা হয়েছে ২৯ শতাংশ।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও জনমত সমীক্ষায় এগিয়ে রয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। এই মুহূর্তে নির্বাচন হলে ৪৩ শতাংশ মানুষ মোদিকে ভোট দেওয়ার পক্ষে। পাশাপাশি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মোদির নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধীকে ওই পদে দেখতে চান ২৭ শতাংশ মানুষ। প্রধানমন্ত্রী মুখ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চান ৪ শতাংশ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও চান শতকরা চারজন। তাঁদের পিছনে রয়েছেন অখিলেশ যাদব ৩ শতাংশ, নীতীশ কুমার ১ শতাংশ এবং অন্যান্য হল ১৮ শতাংশ।

তবে ২০১৯ এবং ২০২৩ সালের তুলনায় দেখা গিয়েছে মোদির জনপ্রিয়তা ৪৪ থেকে কমে ৪৩ শতাংশ হয়েছে। অন্যদিকে, রাহুলের জনপ্রিয়তা ২৪ থেকে বেড়ে ২৭ শতাংশ হয়েছে। কিন্তু, ৪০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে ভালোবাসেন। এর মধ্যে ২৫ শতাংশ লোক তাঁর বাগ্মিতায় মুগ্ধ। উন্নয়নমূখী মানুষ হিসেবে চান ২০ শতাংশ। কঠিন পরিশ্রম করেন বলে ভালো লাগে ১৩ শতাংশের, সমপরিমাণ মানুষ তাঁর ক্যারিশ্মাকে পছন্দ করেন। মাত্র ১১ শতাংশের মতে, তিনি ভালো রাজনীতিক।

সমীক্ষায় অংশ নেওয়া মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৪ সালে তাঁরা কাকে মোদির চ্যালেঞ্জার হিসেবে মনে করেন? ৩৪ শতাংশের মত রাহুল গান্ধীর পক্ষে। ১১ শতাংশ মনে করেন কেজরিওয়ালই চ্যালেঞ্জ জানাতে পারেন মোদিকে। অখিলেশ যাদবের পক্ষে ৫ শতাংশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ ৪ শতাংশ রয়েছেন। আর ৯ শতাংশ মনে করেন মোদিকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই।

রাহুল গান্ধীকে কেমন লাগে, এবিষয়ে ২৬ শতাংশ বলেন, তাঁরা সবসময় রাহুলকে পছন্দ করেন। ১৫ শতাংশ জানান, ভারত জোড়ো যাত্রার পর থেকে তাঁকে ভালো লাগছে। ১৬ শতাংশ মানুষ রাহুলকে পছন্দই করেন না এবং ২৭ শতাংশ মানুষের অন্য মত। কেন্দ্রীয় সরকারের কাজে ৫৫ শতাংশ মানুষ সন্তুষ্ট হলেও ৩৮ শতাংশ লোক নিমরাজির সন্তুষ্টি প্রকাশ করেছেন। সম্পূর্ণ খুশি ১৭ শতাংশ হলেও ২১ শতাংশ মানুষ সম্পূর্ণ অসন্তুষ্ট মোদি সরকারের কাজে।

সিবিআই এবং ইডি প্রসঙ্গে বিরোধীদের তোলা অভিযোগ প্রসঙ্গে জনমত আড়াআড়িভাবে আলাদা। ৩৭ শতাংশ মানুষ মনে করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি আইন মোতাবেক চলছে। অন্যদিকে ৩২ শতাংশের মত, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে। মোট ৭১টি লোকসভা কেন্দ্রের ৭২০২ জনের মতামতের উপর ভিত্তি করে সমীক্ষাটি করা হয়েছে।

Tags : PM Narendra Modi Rahul Gandhi Parliament Election 2024 Lok Sabha Vote 2024 Mamata Banerjee Arvind Kejriwal Akhilesh Yadav Nitish Kumar

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.