ফলতা: ফলতার আহত তিন বিজেপি কর্মীকে স্থানান্তরিত করা হল ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ হাসপাতালে। আহতদেরকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিউব্রেয়াল ও অগ্নিমিত্রা পাল। তাঁদের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।
প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় বিজেপি নেত্রীর সঙ্গে তোলা ছবি পোষ্ট করায় তিন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার রাতে আহতদেরকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: Firhad Hakim | সৌরভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় নিয়ে মুখ খুললেন ফিরহাদ
অন্যদিকে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দার বলেন, বিজেপি কর্মী রাজু মিস্ত্রী নোদাখালি থানার বুড়ুলে বিজেপির পথসভাতে গিয়ে বিজেপি নেত্রী শর্বরী মুকোপাধ্য়ায়ের সঙ্গে সেলফি তোলেন। এই ঘটনার পর বুধবার এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ফ্রিজ সারানোর নামে রাজুকে ডেকে দলীয় কার্যালয়ের ভিতর বেধড়ক মারধর করেন। পরে রাজুর খোঁজে দুই বন্ধু গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশের সাহায্যে আহতদেরকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজেপির জেলা সভাপতি আরও বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। ফলতা থানার পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। সমস্ত ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ও ডায়মন্ড হারবারের এস ডিপওর কাছে লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন