ম্যাঞ্চেস্টার: আগামী রবিবার শেষ হয়ে যাবে এই মরশুমের ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL)। সবক’টি দল ৩৭টি করে ম্যাচ খেলে নিয়েছে, একমাত্র ৩৬টি করে ম্যাচ খেলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) আর চেলসি (Chelsea FC)। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) মুখোমুখি হচ্ছে তারা। চেলসির জন্য এই ম্যাচ নিয়মরক্ষার এবং বলা যেতে পারে সম্মানরক্ষার। কিন্তু ম্যান ইউয়ের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাচের দিকে নজর দিয়ে বসে থাকবে লিভারপুলও (Liverpool FC)।
৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে আছে এরিক টেন হাগের (Eric Ten Hag) ম্যান ইউ। পরের মরশুমে উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে হলে চার নম্বর স্পট থেকে নামলে চলবে না। এদিকে ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে জুর্গেন ক্লপের (Jurgen Klopp) লিভারপুল। পরিস্থিতি এখন এমন, আজ চেলসির বিরুদ্ধে ড্র করলেই ম্যান ইউয়ের চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন নিশ্চিত। কিন্তু আজ হারলে হিসেব পুরো পাল্টে যাবে। শেষ ম্যাচে দুই দল জিতলে গোলপার্থক্যে চারে উঠে আসবে লিভারপুল।
আরও পড়ুন: WTC Final | Wriddhiman Saha | Sourav Ganguly | ঋদ্ধি সুযোগ পেলে খুশি হব, বলছেন সৌরভ
হারার তো প্রশ্নই নেই, বরং এ ম্যাচ জেতার চেষ্টাই করবেন রেড ডেভিলদের কোচ টেন হাগ। কারণ শেষ ম্যাচ ড্র করায় ম্যান ইউয়ের থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে নিউকাসল। তারা এক ম্যাচ বেশি খেলেছে। তাই আজ চেলসিকে হারালে সমসংখ্যক ম্যাচে নিউকাসলের থেকে ২ পয়েন্টে এগিয়ে যাবে ম্যান ইউ। এবং ভাগ্য ভালো থাকলে ম্যান সিটি (Man City) এবং আর্সেনালের (Arsenal) পিছনে তিন নম্বরে থেকে লিগ শেষ করতে পারবে। চার আর তিনের মধ্যে তফাত বিশেষ নেই, তবে সম্মানের ইস্যুটা তো থেকেই যায়।
দায়িত্ব নিয়ে প্রথম মরশুমে কারাবায়ো কাপ জিতেছেন টেন হাগ। ইউরোপা লিগ এবং প্রিমিয়ার লিগ জেতা না গেলেও সুযোগ আছে এফএ কাপ জেতার। ৩ জুন চির-প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির বিরুদ্ধে এফএ কাপের ফাইনাল। ধারে ভারে পেপ গুয়ার্দিওলার (Pep Guradiola) দল অনেক অনেক এগিয়ে। ইপিএল পকেটে চলে এসেছে, ১১ জুন ইন্টারকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স লিগও জিতে যাবে সিটি। এর মাঝে এফএ কাপ জিতলে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ত্রিমুকুট জিতবে তারা, যে রেকর্ড একমাত্র ম্যান ইউয়েরই আছে। তাই এফএ কাপ ফাইনালে ম্যান সিটিকে রুখে দেওয়ার বড় মোটিভেশন রয়েছে ইউনাইটেডের।
শেয়ার করুন