1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
Bali Incident |  তরুণীকে ধর্ষণ, শিশু বিক্রির অভিযোগে মহিলা সহ গ্রেফতার ৫ 
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  সৌমী ঘোষ
  • Update Time : 25-05-2023, 7:46 pm

কলকাতা: বছর উনিশের এক তরুণীকে ধর্ষণ এবং তাঁর সদ্যোজাত সন্তানকে বিক্রির অভিযোগে এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। মালিপাঁচঘড়া থানার পুলিশের হাতে ধরা পড়েছে মূল চক্রান্তকারী ওই মহিলা। শিশুটিকে (Child) বিক্রির সময় হাতেনাতেই ধরা পড়ে সে। খোঁজ চলছে আরও বেশ কয়েকজনের। আড়াই লক্ষ টাকায় শিশু বিক্রির অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত মহিলা কলকাতা বউবাজারের বাসিন্দা।                        

স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর, বালির বাসিন্দা ওই তরুণী বেলুড়ে গিরিরাজ খৈতান নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন। অভিযোগ, গিরিরাজ ও তার এক পরিচিত ষাটোর্ধ্ব বৃদ্ধ শঙ্কর প্রসাদ মাঝেমধ্যেই ওই তরুণীকে ধর্ষণ করত। নিয়মিত ধর্ষণের ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এর পর গিরিরাজরা ওই তরুণীকে সালকিয়ার এক নার্সিংহোমে ভর্তি করে। সেখানেই তিনি সন্তান প্রসব করেন। সন্তানের জন্মের পর থেকেই গিরিরাজ ও শঙ্কর বাচ্চাটিকে বিক্রি করার জন্য তরুণীকে চাপ দিতে থাকে। বলা হয়, লেকটাউনের বাসিন্দা বিষ্ণু শর্মা ও স্বাতী শর্মার কাছে বিক্রি করে দিতে হবে। কিন্তু তরুণী কিছুতেই সন্তান বিক্রি করতে রাজি হননি।

আরও পড়ুন: 2000 Rupees Note | ২০০০ টাকার নোটের দাম বেড়ে ২১০০ টাকা! নতুন অফার 

পুলিশ আরও জানায়, তরুণীটি গিরিরাজের বাড়ি থেকে এক দিন সন্তানকে নিয়ে  বেরিয়ে পড়েন এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে। সেই সময় গিরিরাজ, শঙ্কর, বিষ্ণু এবং স্বাতী তাঁর পথ আটকায়। তারা বাচ্চাটিকে কেড়ে নিয়ে চলে যায়। তরুণী বালি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে মালিপাঁচঘড়ার এক নিঃসন্তান দম্পতির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বিষ্ণু এবং স্বাতী আড়াই লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে ওই দম্পতির কাছে বিক্রি করে।

Tags : Police Bali Incident Child তরুণী বালি বালির ঘটনা কলকাতা শিশু বাসিন্দা

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.