কলকাতা: ২০২৩ বিশ্বকাপের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোন কোন কেন্দ্র কোন কোন ম্যাচ পেতে চলেছে সেটা নিয়েও চলছে জল্পনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ইডেন গার্ডেনসের নাম। কোন ম্যাচ পাচ্ছে ক্রিকেটের নন্দন-কানন? সব ঠিক থাকলে বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পেতে চলেছে ইডেন। তবে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি-র যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যকে জানিয়েছেন, তিনি ভারত-পাকিস্তান ম্যাচ এবং একইসঙ্গে একটি সেমিফাইনাল ম্যাচ ইডেনে নিয়ে আনার চেষ্টা করবেন। কোনও কারণে সেমিফাইনাল ম্যাচ যদি না আনা যায়, তাহলে সেক্ষেত্রে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে অন্তত একটি কোয়ার্টার ফাইনাল যাতে ইডেনে নিয়ে আনা যায় সেটি দেখবেন।
তবে সূত্রের খবর, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ঝাঁপাতে চলেছে আমেদাবাদ। আইসিসি-র কাছে যে ভেন্যু তালিকা গিয়েছে, তাতে ইডেনের জন্য ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচই ধার্য রয়েছে। এছাড়া পাকিস্তান-বাংলাদেশ গ্রুপের দুটি ম্যাচ হতে পারে ইডেনে।
অন্যদিকে, এবারের বিশ্বকাপে ম্যাচ পাচ্ছে না নাগপুর এবং মোহালি। উল্লেখ্য, ১৯৯৬ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এবং ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল এই মোহালিতেই। এছাড়া হায়দরাবাদ এবারে পাচ্ছে না ভারতের কোনও ম্যাচ। ভারতের ম্যাচ হতে চলেছে মোট ৯টি কেন্দ্রে। এগুলি হল- কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, ধরমশালা, পুনে, লখনউ, দিল্লি।
এপর্যন্ত ঠিক আছে
কলকাতায় ম্যাচ:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
পাকিস্তান বনাম বাংলাদেশ
পাকিস্তান বনাম বাংলাদেশের আরও একটি ম্যাচ
ইডেন দাবি জানাবে
ভারত বনাম পাকিস্তান ম্যাচ
এবং একটি সেমিফাইনাল (না পেলে অন্তত চারটে কোয়ার্টার ফাইনালের একটি)
বিশ্বকাপের ম্যাচ পাচ্ছে না
১। মোহালি ( যেখানে ২০১১ বিশ্বকাপের ভারত-পাকিস্তান সেমিফাইনাল হয়েছিল)
২। নাগপুর
ভারতের ম্যাচ পাবে না
হায়দরাবাদ
ভারতের ম্যাচ হবে ৯টি কেন্দ্রে
কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, ধরমশালা, পুনে, লখনউ, দিল্লি
শেয়ার করুন