1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
ফসল নিয়ে আসার জন্য কাঁচা রাস্তা তৈরি হচ্ছিল
Naoda Clash | নওদায় রাস্তা তৈরিকে কেন্দ্র করে গণ্ডগোল, মৃত এক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  পবিত্র ত্রিবেদী
  • Update Time : 25-05-2023, 9:39 pm

নওদা: গ্রামের (Village) জমিতে  যাওয়ার রাস্তা (Road) নির্মাণকে কেন্দ্র  করে দুই পক্ষের মারপিট। ঘটনায়  নিহত হলেন একজন, আহত হলেন ৫ জন। আহতদের নওদার (Naoda) গ্রামীণ হাসপাতালে এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) ভর্তি করা হয়েছে। নিহতের নাম মনিরুল মুন্সি (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে নওদা থানার রাজপুর  নতুন পাড়া এলাকায় বাড়ির পাশে কাঁচা রাস্তা নির্মাণ করছিলেন গ্রামের কিছু মানুষ। অভিযোগ, সেই সময় অপর পক্ষের কিছু লোকজন এসে ওই রাস্তা নির্মাণে বাধা দেয়।  ওই ঘটনায় দুপক্ষের  মধ্যে মারপিট শুরু হয়ে যায়। বাঁশ ও লাঠির  আঘাতে বেশ কয়েকজন রক্তাক্ত হন। এলাকার লোক ছুটে এসে তাঁদের উদ্ধার করে নওদার  আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতির কারণে দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন রাত্রি আটটা নাগাদ মৃত্যু হয় মনিরুল মুন্সির। এই বিষয়ে  নিহতের ছেলে সুমন মন্ডল বলেন, ওই রাস্তা দিয়ে জমিতে যাওয়া থেকে নানান সুবিধার জন্য নির্মাণ হচ্ছিল। কিন্তু সেটা মানতে চাইনি এলাকার কিছু লোক। ফলে ইট, পাথর ছোড়া শুরু হয়েছিল। তাঁরা বাবাকে পেছন থেকে মাথায় বাঁশের বাড়ি মারে কয়েকজন মিলে। তাতেই মৃত্যু হয়েছে মনিরুল মুন্সির। এদিকে ওই  ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। ঘটিনার তদন্ত শুরু করেছে নওদা ও বহরমপুর  থানার পুলিশ। আহত হয়েছেন তাজীব্বার মুন্সি সহ আরও চারজন। তাঁদের নওদা  হাসপাতালে ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: Bali Incident |  তরুণীকে ধর্ষণ, শিশু বিক্রির অভিযোগে মহিলা সহ গ্রেফতার ৫  

সুমন মুন্সি আরও বলেন, রাস্তাটা হলে সবার ভালো হবে। আলোচনা হয়েছিল সবাই মিলে রাস্তাটি করব। ওই রাস্তা দিয়ে সবার ফসল আসে। আজকে আলোচনা করতে করতে ঝগড়া লেগে যায়। তারপর ইট ছোড়াছুড়ি হয়। বাঁশ নিয়ে মারপিট শুরু হয়ে যায়। 

Tags : Naoda Murshidabad Medical College Hospital Road Clash মুর্শিদাবাদ নওদা সংঘর্ষ মৃত্যু

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.