1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
মানবাজার থেকে বান্দোয়ান যাওয়ার পথে বিক্ষোভ হয়
Abhishek Banerjee | পুরুলিয়াতে কুড়মি বিক্ষোভে পড়লেন অভিষেক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  পবিত্র ত্রিবেদী
  • Update Time : 25-05-2023, 10:23 pm

পুরুলিয়া: নব জোয়ার (Nabo Joyar) কর্মসূচিতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল (TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার মানবাজার (Manbazar) থেকে বান্দোয়ান (Bandoyan) যাওয়ার পথে মানবাজার বিধানসভার বিশ্রী মোড়ের কাছে আদিবাসী কর্মী সমাজের সমর্থকেরা পতাকা  নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও প্রচুর সংখ্যক পুলিশ অনেক আগে থেকেই জমায়েত হয়ে তাদের আটকে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিশ্রী মোড়ের উপর দিয়ে যাবার সময় কুড়মি  সমাজের সমর্থকেরা  কয়লা চোর, বালিচোর বলেও স্লোগান দিতে থাকে।

কুড়মি সমাজের বিক্ষোভের মুখে আগে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কখনো দিলীপ ঘোষ, কখনো আবার শুভেন্দু অধিকারী। এবার বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুড়মি সমাজের লোকেদের অভিযোগ, তাদের বিভিন্ন দাবি রয়েছে। সেগুলো শোনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিচ্ছেন না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াতে রয়েছেন। এদিনই হুটমোড়াতে তিনি সভা করেছেন।

আরও পড়ুন: Health Tips | Breakfast | সকালে নিয়মিত ব্রেকফাস্ট করছেন তো? নাহলেই কিন্তু বিপদ 

বাঁকুড়ায় নব জোয়ার শেষ করে পুরুলিয়ায় পৌঁছয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। যদিও বুধবার পুরুলিয়ার শিমুলিয়ায় কুড়মি আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন অভিষেক। সেখানেই কুড়মি আন্দোলনকারীদের বঞ্চনা নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার বার্তা দেন তিনি। পাশাপাশি এই লড়াইয়ে তাদের পাশে থাকারও আশ্বাস দেন অভিষেক। তিনি বলেন, আমাদের সরকার ২০১৭ সালে ক্যাবিনেটে রেজিলিউশন করে পাঠিয়েছিল। কোনও রাজ্য সরকার করেছে? কেউ করেনি। পুরুলিয়ায় কুড়মি ভাইরা মিথ্যে প্ররোচনায় পা দিয়ে এদেরকে ভোট দিয়েছিল। আর এদের দলেরই নেতারা বলছেন কুড়মি ভাইদের জামাকাপড় খুলে দেব। আপনারা আন্দোলন করুন। প্রয়োজনে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করুন। শপথ নিন যে একটা বিজেপি নেতাকে পুরুলিয়ায় ঢুকতে দেবেন না। যা সমর্থন লাগবে আমি দেব। দরকার হলে লড়াইয়ে কাঁধেকাঁধ মেলাতে যাব। সমর্থন মানে গায়ে গতরে খাটব। আজকে যদি পুরুলিয়ায় ১১ লক্ষ জব কার্ড হোল্ডার হয় এদের মধ্যে ৩০ শতাংশ হোল্ডার কুড়মিরা হবেন। তিন লক্ষ কুড়মিরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এদের জন্য দিল্লিতে আন্দোলন করবেন না?

Tags : Abhishek Banerjee Purulia Kurmi অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া কুর্মি

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.