1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
সূত্রের খবর, বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে দু'বস্তা জিলেটিন স্টিক এবং ৩ হাজার ২০০ ডিটোনেটর
Birbhum News | একইদিনে বোমা সহ বিস্ফোরক উদ্ধার বীরভূমে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  রাতুল বন্দ্যোপাধ্যায়
  • Update Time : 26-05-2023, 9:25 am

নলহাটি: একইদিনে তাজা বোমা সহ প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল বীরভূমের নলহাটি থানার পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নলহাটি থানার মধুপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে দু'বস্তা জিলেটিন স্টিক এবং ৩ হাজার ২০০ ডিটোনেটর। পুলিশের তরফে বিষ্ফোরক উদ্ধারের জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি মজুদ করে রেখেছিল, সে বিষয়টি তদন্ত করছে নলহাটি থানার পুলিশ।

অন্যদিকে এদিনই উদ্ধার হয় তাজা বোমা। বীরভূমের নলহাটি থানার লস্করপুর গ্রামের রাস্তার ধারে ঝোপ থেকে একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে নলহাটি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার পথচারীরা ঝোপের আড়ালে একটি হলুদ রঙের প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে দেখেন সেগুলিতে বোমা মজুদ রয়েছে। এরপর পুলিশে খবর দিলে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে ফেলে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডে। পুলিশের প্রাথমিক অনুমান  প্রায় দশটি বোমা রয়েছে।

আরও পড়ুন: Weather Updates | শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস

উল্লেখ্য, ঠিক ৮ দিন আগে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। তার পর রবিবার বজবজের বাজি কারখানায় বিস্ফোরণ হয়। এর পর থেকেই রাজ্যের জেলায় জেলায় শুরু হয় বেআইনি বাজি উদ্ধারের পুলিশি অভিযান। মঙ্গলবার সকালেও মালদার ইংরেজবাজারে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল দক্ষিণেশ্বর ছাড়াও বাজি বানানোর কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন জেলা থেকে। এছাড়াও বাজি বানাতে ব্যবহৃত অতি দাহ্য বারুদও উদ্ধার করা হয়েছে।

Tags : Birbhum Bomb Recovered Explosive Egra Nalhati Police

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.