‘জতুগৃহ’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে যাজক ‘জোসেফ’ এর চরিত্রে। ছবিটির পরিচালক সপ্তাশ্ব বসু। লকডাউন উঠে গেলে শুরু হবে ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর পেজে দেখা যাচ্ছে কমিটি যোদ্ধা হিসেবে অসহায়দের তিনি লাগাতারভাবে সাহায্য করছেন। ‘জতুগৃহ’তে তাকে দেখা যাবে একেবারে নতুন এক চরিত্রে। পরিচালক সপ্তাশ্বর কোথায় এই প্রথম পরমব্রত নিজের বয়সের থেকে অনেকটা এগিয়ে কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন, নিষাদগঞ্জের এক চার্চের ৬০বছরের যাজকের ভূমিকায় দেখা যাবে তাকে। জতুগৃহ মুখ্য ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্ত ও অনামিকা চক্রবর্তী। প্রসঙ্গত এই বছরের পহেলা বৈশাখে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এলো বাকি অভিনেতাদের নাম তখনো ঠিক হয়নি। পরিচালক জানালেন ছবিতে পরমব্রতর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুজন পুরুষ এবং একজন নারীকে নিয়েই এ গল্পের চিত্রনাট্য তৈরি হয়েছে। লকডাউন উঠলেই জোরকদমে শুটিংয়ের কাজ শুরু হবে বলে সপ্তাশ্ব জানালেন।
Html code here! Replace this with any non empty text and that's it.