২০১৮ থেকে ২০২১,দীর্ঘ তিনবছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা কামাল হাসান।২০১৮তে শেষবার তামিল ছবি ‘বিশ্বরূপম টু’-তে অভিনয় করেছিলেন তিনি।অবশেষে মুক্তি পেতে চলেছে কামাল হাসানের নতুন ছবি ‘বিক্রম’।মুক্তি পেল ছবির ফার্স্টলুক পোস্টার। সেই পোস্টার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করলেন কামাল হাসান।‘বিক্রম’ একটি অ্যাকশন থ্রিলার বলেই খবর।ছবিতে কামাল হাসানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দুই দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাজিলকে।অবশ্য অ্যাকশন থ্রিলারে কিংবদন্তী অভিনেতা প্রথমবার অভিনয় করছেন এমনটা কিন্তু মোটেও নয়। ‘বিক্রম’-এর আগেও বেশ কিছু রহস্য-রোমাঞ্চ ছবিতে দেখা গিয়েছে কামাল হাসানকে।সেই প্রসঙ্গে ‘বিশ্বরূপম’ এবং ‘বিশ্বরূপম টু’এর কথা না বললেই নয়।একাধিক দক্ষিনী ভাষার পাশাপাশি গোটা দেশে হিন্দিতেও মুক্তি পাবে কামাল হাসানের ‘বিক্রম’।