এই প্রথম তার কথিত প্রেমিক রাহুল মোদির সঙ্গে একসঙ্গে প্রকাশ্যে ছবি আনলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনেত্রী তাঁর প্রেমের জীবনকে জনসমক্ষে আনতে চান না। বৃহস্পতিবার শ্রদ্ধা ইনস্টাগ্রামে তার এবং রাহুলের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাদের ম্যাচিং নাইট ড্রেসে দেখা যাচ্ছে। যদি এই সুন্দর ছবিতে তাদের মুখ দেখা যায়নি শুধু পা দেখা যাচ্ছিল। দুজনেই পড়েছিল এক স্টাইলের পোশাক।
বেশ কিছুদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। সেই গুঞ্জন কে নিশ্চয় করতে রাহুল মোদির সঙ্গে বড়াপাও ডেট এর ছবিও শেয়ার করেছিলেন শ্রদ্ধা। বলেননি রাহুলকে ট্যাগ করতেও। ক্যাপশনে সেবার লিখেছিলেন আমি কি তোমাকে সবসময় রড়া পাওয়ার জন্য ধমক দিতে পারি! ব্যাকগ্রাউন্ডে ছিল কিশোর কুমারের ‘ইয়ে ওয়াদা রাহা’….
নেটিজেনদের অনেকেরই ধারণা নাইট ড্রেসের দুজনের ছবি পোস্ট করে প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। রংমিলান্তিতে রাহুল-শ্রদ্ধা ধরা পড়ার আগেও দুজনকে ডিনার ডেটের পরে মুম্বই একসঙ্গে দেখা গিয়েছিল এর আগে।
প্রসঙ্গত, গত বছর শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। তুমি ছাড়াও এই ছবিতে ছিলেন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপার শক্তি খোরানা এবং পঙ্কজ ত্রিপাঠীর মতন জাদরেল অভিনেতারা। হরর কমেডি এই ছবিটি বলিউডের অন্যতম ব্লকবাস্টার ছিল গত বছর। সারা বিশ্বব্যাপী এই ছবি প্রায় সাড়ে ৮০০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছিল। এবার শ্রদ্ধাকে নাগিন ছবিতে দেখা যাবে। ছবির পরিচালক নিখিল দ্বিবেদী মকর সংক্রান্তিতে ইনস্টাগ্রাম স্টোরির পাতায় ছবির একটি স্ক্রিপ্ট শেয়ার করেছেন। পরিচালক সর্বভারতীয় একটি ইংরেজি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন আমি প্রথমে ওর কাছে এই আইডিয়াটা নিয়ে গিয়েছিলাম। এটা শুনে শ্রদ্ধা মুগ্ধ হয়ে গিয়েছিল।
রাহুল মোদির সঙ্গে নাইট ড্রেসে ছবি পোস্ট করে কি বোঝাতে চাইলেন শ্রদ্ধা!
প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন শ্রদ্ধা কাপুর
Follow Us :