Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনথ্রিলারের সুরে

থ্রিলারের সুরে

Follow Us :

আগামী শুক্রবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল পরিচালিত শবর সিরিজের চতুর্থ ছবি তীরন্দাজ শবর।ট্রেলারের পর মুক্তি পেল ছবির নতুন গান লাগ লাগ।বিক্রম ঘোষের সুরে ছবির জন্য এই আইটেম সং আঙ্গিকের গানটি গেয়েছেন উজ্বয়িনী মুখোপাধ্যায়।সাসপেন্স থ্রিলারের টান টান রেশ ধরা পড়েছে ছবির গানেও।শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়।পাশাপাশি দেখা যাবে শুভ্রজিৎ দত্ত,নাইজেল আকারা,দেবযানী চট্টোপাধ্যায়,চন্দন সেন,দেবলীনা কুমার ছাড়াও আরও অনেকেই।

গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্ত বাংলা সাহিত্যের অন্য গোয়েন্দাদের থেকে বেশ খানিকটা আলাদাও।যিনি মোটেও একজন লার্জার দ্যান লাইফ নন।বরং অনেক বেশি রক্তমাংসের।শীর্ষেন্দু মুখোপাধ্যায় অন্যতম সেরা সৃষ্টি শবর দাশগুপ্তকেই বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় নিয়ে এসেছেন পরিচালক অরিন্দম শীল।২০১৫ সালে মুক্তি পায় তাঁর শবর সিরিজের প্রথম ছবি ‘এবার শবর’।প্রথম ছবিই একেবারে সুপারহিট।তাই রূপোলিপর্দায় ফিরে আসতে খুব বেশি দেরি করেননি লালবাজারের এই দুঁদে গোয়েন্দা অফিসার।

২০১৬সালে মুক্তি পায় ‘ঈগলের চোখ’।এবং ২০১৭তেই মুক্তি পায় সিরিজের তৃতীয় ছবি ‘আসছে আবার শবর’।তারপর ব্যোমকেশ নিয়ে ছবি তৈরি করলেও শবর দাশুগুপ্তকে আর পর্দায় আনেননি অরিন্দম।শবরের চতুর্থ ছবি তীরন্দাজ শবর নিয়ে জল্পনা শোনা গিয়েছিল অনেক আগেই।করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গতবছর ছবির শ্যুটিং শুরু করেন পরিচালক।অবশেষে ২৭মে মুক্তি পাচ্ছে ছবি।

RELATED ARTICLES

Most Popular