শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) বলিউডের(Bollywood) ‘আন্ডরডগ অ্যাক্টর(underdog actor)’ বললে হয়ত খুব একটা ভুল বলা হবে না। যেখানে অন্যান্য তারকা সন্তানদের নিয়ে এত মাতামাতি বলিউডে সেখানে পেজ থ্রি হোক কিংবা বলিউড পার্টি তাঁর সমসাময়িক অনেকের তুলনায় এই সব লেট নাইট পার্টিতে বেশ কম দেখা যায় শ্রদ্ধা কাপুরকে। এমনকী তাঁকে নিয়ে মুম্বইয়ের ‘কুখ্যাত’ পাপারাত্জিদেরও উন্মাদনা কম চোখে পড়েন।
বাবা শক্তি কাপুরের, মাসী পদ্মিনী কোলহাপুরি হলেও তারকাসুলভ ‘অ্যাটিটিউডের’ বদলে গার্ল নেক্সট ডোর ইমেজ নিয়েই বলিউডে নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। তবে তাঁর ফিল্মোগ্রাফি কিন্তু বেশ চমকপ্রদ।
দশ বছরে করে করেছেন ১৭টি ছবি তারমধ্যে হিট সেমিহিট মুভি আটতি প্রায় ৮টি এর মধ্যে ১০০কোটির ক্লাবে রয়েছে তাঁর পাঁচটি ছবি। অভিনয় দক্ষতার পাশাপাশি শ্রদ্ধার ফ্যাশন সেন্সও চমত্কার। ওয়েস্টার্ন আউটফিটে যেমন স্বতঃস্ফূর্ত তেমনই ইন্ডিয়ান লুকে আকর্ষণীয় ও লাস্যময়ী তিনি। আজ রইল শ্রদ্ধা কাপুরের চোখ জুড়নো ও চোখ ঝলসানো কিছু লুকস-
লাল ঘাগরায় শ্রদ্ধা
২০২২-র শেষেই মুক্তি পায় বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের ভেড়িয়া। ছবিটি দর্শকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ভেড়িয়ার ঠুমকেশ্বরি গানে লাল ঘাগরায় শ্রদ্ধার রেড হট লুক দেখে কয়েক মুহূর্ত চোখের পলক ফেলতে ভুলে যাবেন অনেকেই।
মেরুন শাড়িতে শ্রদ্ধার এই ফিউশন লুক চমত্কার
এই ডিজাইনার শাড়িতে শ্রদ্ধার রূপের জাদু আপনায় মুগ্ধ করবেই। মেরুণ কালারের এই প্রি ড্রেপড শাড়ি আজকাল বেশ ট্রেন্ডিং সঙ্গে ওয়েস্ট ও চোকার দারুণ মানিয়েছে।
রাফেল শাড়িতে শ্রদ্ধার চোখ জুড়নো লুক
হালফিলের নায়িকা বলে কথা! তাই ফ্যাশন ওয়ার্ল্ডে এই নতুন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে রাফেল শাড়ি পরেছেন শ্রদ্ধা। যদিও রাফেল শাড়ি আজকাল বেশ কমন হয়ে গেছে তবে শ্রদ্ধা যে রংয়ের শাড়ি বেছে নিয়েছেন তা বেশ অনন্য। সঙ্গে শিমারি ব্লাউজ আরও এক ধাপ আকর্ষণীয় করে তুলেছে শ্রদ্ধার এই সাজ। এই সাজে একদিকে যেমন স্নিগ্ধ দেখাচ্ছে অভিনেত্রীকে তেমনই আবার এই শাড়ি-ব্লাউজের সঙ্গে মানানসই গয়নায় বেশ একটা রাজকীয় মেজাজ ফুটে উঠেছে শ্রদ্ধার চোখে মুখে।
শেয়ার করুন