মুম্বই: সত্যি কি ঐশ্বর্য আবার মা হতে চলেছেন! নতুন করে শুরু হয়েছে সেই গুঞ্জন।কয়েকদিন আগেই অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) জন্মদিনে স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)) কাছ থেকে শুভেচ্ছা বার্তা এসেছিল। অভিষেকের একটি অল্প বয়সের ছবি শেয়ার করেছিলেন বিশ্ব সুন্দরী। অন্য ছবিটি অবশ্য স্বামী-স্ত্রী দুজনের ছিল। ক্যাপশনে ঐশ্বর্য লিখেছিলেন,' হ্যাপি বার্থডে বেবি'। এবারের জন্মদিনে এটিই ছিল সেরা ক্যাপশন।
স্বামীর জন্মদিনের পরপরই আবার নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন নাকি আবার মা হতে চলেছেন। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য। ২০১১ সালে তাদের কন্যা সন্তান আরাধ্যার জন্ম হয়।
আরও পড়ুন: Sidharth-Kiara Wedding Menu: আজ সিড-কিয়ারার বিয়ের মেনু
পরনে সাদা রঙের ঢিলেঢালা লম্বা কুর্তি ও কালো লেগিন্স পরে হেঁটে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন ঐশ্বর্য রাই বচ্চন। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও দেখে নেটিজেনদের এমনটাই বিশ্বাস হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছে ঐশ্বর্য র আবার নতুন করে অন্তঃসত্ত্বা (Bay Bump) হওয়ার গুঞ্জন।
কারণ এই ভিডিও দেখে অনেকেরই ধারণা হয়েছে ঢিলেঢালা পোশাকের আড়ালে প্রাক্তন বিশ্ব সুন্দরী তার বেবিবাম্প লুকাচ্ছেন। তাহলে কি সত্যি সত্যি অভিষেক ঘরণী আবার মা হতে চলেছেন!
অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'হ্যাঁ ঐশ্বর্য অন্তসত্ত্বা'। এই মন্তব্যের পাল্টা প্রশ্ন ছুড়ে একজন লিখেছেন,'৪৯ বছর বয়সে অন্তঃসত্ত্বা!' এই ছবি দেখে অনেকেই মত প্রকাশ করে লিখেছেন অভিনেত্রী চোখে- মুখের স্পষ্ট মা হওয়ার জৌলুস। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্যকে নিয়ে যতই গুঞ্জন উঠুক, কিংবা অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে যতই থাকুক বচ্চন পরিবারের কেউ অবশ্য এ নিয়ে এখনও পর্যন্ত রা কাটেন নি।
এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘যোধা আকবর’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। সাবেক মিস ওয়ার্ল্ড বলেন, ‘খজা মেরে খজা গানের শুটিং চলছিল। আমি বধূবেশে বসে ছিলাম। সেই সময় অভিষেক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। পুরো ব্যাপারটাই একটু অন্যরকম ছিল।’
শেয়ার করুন