২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
Sid-Kiara Wedding Pics: প্রতীক্ষার অবসান! ক্যাপশনে শেরশাহের সংলাপ দিয়ে বিয়ের ছবি পোস্ট সিদ্ধার্থ-কিয়ারার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  সুদেষ্ণা নাথ
  • আপডেট সময় : ০৮-০২-২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

 

জয়সালমির: প্রতীক্ষার অবসান। এবার পাকাপাকি ভাবে জীবনসঙ্গী সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Malhotra-Kiara Advani)।মঙ্গলবার রাজস্থানের জয়সলমিরের (Jaisalmer) সূর্যগড় প্যালেসে (Suryagarh Palace) সাত পাকে বাঁধা পড়লেন শেরশাহের রিল লাইফ জুটি (Shershah Reel life couple)। শেরশাহ ছবির শুটিং সেটেই একে অপরের প্রেমে মজে ওঠেন সিদ্ধার্থ-কিয়ারা। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল সিদ্ধার্থ-কিয়ারা বিয়ের ছবি (sid-kiara wedding pics get viral)। ক্যাপশন হিসেবে সেই শেরশাহ ছবির সংলাপ দিয়েই বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বলিউডের নতুন তারকা দম্পতি (B'Town newlywed couple)। 

 

শেরশাহ ছবিতে সিদ্ধার্থ-কিয়ারার অন স্ক্রিন কেমিস্ট্রি (Sid-Kiara onscreen chemistry)মুগ্ধ করে আপামর বলিউড প্রেমীকে। এরপর শুরু হয় এই তারকা জুটিকে নিয়ে গুঞ্জন। এই গুঞ্জনে ইন্ধন জোগায় কফি উইথ করণে (Koffee with Karan) কিয়ারা আদবানি-শাহিদ কাপুর (Kiara Advani-Shahid Kapoor) ও ভিকি কৌশল-সিদ্ধার্থ মলহোত্রার (Vicky Kaushal-Sidharth Malhotra) আগমন। এই 'চ্যাট শোয়ে' করণের প্রশ্নবাণে বেড়িয়ে আসে কিয়ারা-সিদ্ধার্থের মনের কথা। খোলাখুলি না বললেও একে অপরের প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন দু’জনেই তার ইঙ্গিত মেলে। তবে তারপর থেকেই সম্পর্ক নিয়ে একেবারে মুখে কুলুপ আটেন দু'জনেই। তবে বিয়ে সেরে সুখবর দিতে বেশি দেরি করেনি এই তারকা দম্পতি   ইনস্টাগ্রামের পাতায় তাঁদের অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তের ছবিগুলো।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

ছবিতে কিয়ারাকে দেখা যায় পিঙ্কের ওম্বর শেডের  (ombre shade of pink )মনীশ মালহোত্রা লেহেঙ্গা (Manish Malhotra lehenga)।কনের সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধার্থকে দেখা যায় মেটালিক গোল্ড (metallic gold shade) শেরওয়ানিতে। বর-কনে দু’জনেরই পছন্দের শহর রোম (Rome)। কিয়ারার লেহেঙ্গায় রয়েছে রোমান ভাসকর্যের (embroidery work inspired by Roman Architecture) সুক্ষ্ম নকশা থেকে অনুপ্রাণিত এমব্রয়ডারির কাজ। এই কাজে আরও আকর্ষণীয় করে তুলেছে এমব্রয়ডারির নকশায় সাটানো অগুনতি স্বরোভাস্কি ক্রিস্টাল (Swarovski crystals)।

আরও পড়ুন:  Sid-Kiara Wedding Highlights: দেখুন সিড-কিয়ারার বিয়েতে কেমন কনের সাজে সেজে উঠেছে সূর্যগড়ের বাউড়ি, ভাইরাল ছবি

সিড-কিয়ারার বিয়ে দিয়েই এবার ডিজাইনার হিরের গয়না তৈরির দুনিয়ায় প্রবশ করলেন মণীশ মালহোত্রা। সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনারের বিস্পোক ডায়মন্ড জুয়েলারির (Bespoke Diamond Jewellery) হ্যান্ডকাট হিরে (handcut diamonds) আর পান্নার (emerald) সেটে (magnificient neckpiece) একেবারে রানির মতো দেখাচ্ছিল কিয়ারাকে। এদিকে কিয়ারার সঙ্গে মাঞ্জা দিয়ে সিদ্ধার্থ পড়েছিলেন মণীশ মলহোত্রার পোলকি জুয়েলারির কালেকশনের (Polki Jewellery) আনকাট ডায়মন্ডের একটা সেট। শেরওয়ানির সঙ্গে এই জুয়েলারিতে রাজকীয় সাজে দারুণ মানিয়েছিল সিদ্ধার্থ মলহোত্রাকে।

বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কিয়ারা ও সিদ্ধার্থ ক্যাপশনে লেখেন, অব হামারি পারমানেন্ট বুকিং হো গই হ্যায়। জীবনে চলার পথে আপনাদের শুভ কামনা ও আর্শীবাদ কামনা করি।        
       

Tags : Sid Kiara Wedding Wedding pics সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে বিয়ের ছবি

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.