মুম্বই : ওয়েব সিরিজের(Web Series) পর এবার ওটিটি ফিল্মে(Ott Film) সুনীল গ্রোভর(Sunil Grover)।ওটিটিতে আসছে নতুন ছবি ইউনাইটেড কাচ্চে(United Kacche)।প্রকাশ্যে এল ছবির টিজার।ছবিতে সুনীল গ্রোভরের সঙ্গে দেখা যাবে নিখিল বিজয়, স্বপ্না পাব্বি,সতীশ শাহ,মনু ঋষি চাড্ডা(Nikhil Vijay,Satish Shah,Sapna Pabbi,Manu Rishi Chaddha) ছাড়াও আরও অনেকেই।৩১ মার্চ শুরু হচ্ছে ইনাইটেড কাচ্চে-র ওটিটি স্ট্রিমিং।ছবির পরিচালক মানব শাহ(Manav Shah)।
বছর খানেক আগে ওটিটিতে মুক্তি পেয়েছিল কমেডি থ্রিলার সিরিজ সান ফ্লাওয়ার।যে সিরিজে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সুনীল গ্রোভর।এবার ওটিটি ফিল্মে দেখা যাবে জনপ্রিয় কমেডিয়ানকে।৩১মার্চ আসছে নতুন কমেডি ফিল্ম ইউনাইটেড কাচ্চে।কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির ফার্স্টলুক।অবশেষে মুক্তি পেল ইউনাইটেড কাচ্চে-র ট্রেলার।জমজমাট এই কমেডি ফিল্মে এক পঞ্জাবী মুন্ডা ট্যাঙ্গোর চরিত্রে অভিনয় করেছেন সুনীল গ্রোভর।
ছোট থেকেই সে স্বপ্ন দেখছে একদিন ইংল্যান্ড যাবে,স্বপ্নপূরণের লক্ষ্যে তাই বহুদিন ধরেই টাকা জমিয়ে,বাবা-দাদুর সম্পত্তি বিক্রি করে শেষ পর্যন্ত বহু কষ্টে সে বিলাত যায় সে।তাও আবার অসদুপায়ে।সেখানে এক পরিচিতর বাড়ি ওঠে ট্যাঙ্গো।কিন্তু তার শোয়ার ব্যবস্থা হয় সোফাতে।কিন্তু বিলেত যাওয়ার পর থেকেই বদলে যায় ট্যাঙ্গোর জীবন।কিন্তু কি ভাবে সেটা জানার জন্য দেখতে হবে ওরিজিনাল মুভি ইউনাইটেড কাচ্চে।৩১মার্চ থেকেই শুরু হচ্ছে ছবির স্ট্রিমিং।
শেয়ার করুন