1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
Sudipta Chakraborty | Dev | Controversy | সুদীপ্তার মতে,দেব এখন আগের চেয়ে অনেকটাই পরিণত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  অরণ্য সেন
  • Update Time : 20-03-2023, 3:45 pm
টলিউড নায়ক দেব ,অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

কলকাতা: টলিউড নায়ক দেব সম্পর্কে মঞ্চ তথা পর্দার বলিষ্ঠ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ৯ বছর আগে একটি মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সে সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী কলকাতা টিভিকে জানান যে এটা বিতর্কের কোনো বিষয়ই নয়। তিনি বলেন, 'দেব তার কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত। দেবের এসব বিষয় কর্ণপাত করার সময় নেই।
ঘটনাটি কি ঘটেছিল ঠিক! সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা যথেষ্ট উত্তেজিত হয়ে লিখেছেন, ৯ বছর আগে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের 'অপুর সংসার' শীর্ষক একটি চ্যাট শোতে সুদীপ্তাকে বলা হয়েছিল ''আপনি যদি 'পেজ ৩' র সাংবাদিক হন তাহলে দেব কিংবা প্রসেনজিৎ অথবা জিতকে কী কী প্রশ্ন করবেন?" 
কলকাতা টিভিকে সুদীপ্তা জানান,'অত্যন্ত মজার ছলে আমি বলেছিলাম যে দেব কবে ঠিকঠাক বাংলা বলবে?' অভিনেত্রী জানান এটা সকলেই জানে যে তখন দেবের বাংলা উচ্চারণ যথেষ্ট দুর্বল ছিল । কিন্তু তারপর অভিনেতা যে নিজেকে অনেক পরিণত করেছে এবং বাংলা উচ্চারণ অনেকটাই উন্নত হয়েছে তা অভিনেত্রী  সুদীপ্তা মনে করেন।
কিন্তু অভিনেত্রী যথেষ্ট উত্তেজিত এই কারণে কারণ একটি ডিজিটাল মাধ্যমে ৯ বছরের পুরনো একটি জিনিসকে এমন ভাবে পরিবেশন করা হয়েছে যেন 'সম্প্রতি আমি এই কথাটি বলেছি।' অভিনেত্রী বলেন,কথাটি কিন্তু সুদীপ্তা চক্রবর্তী হিসেবে আমি বলিনি। 'পেজ ৩' র একজন সাংবাদিক হিসেবে আমি দেবকে এই প্রশ্ন রাখতে চেয়েছিলাম।
অতি সম্প্রতি দেবের সঙ্গে 'বাঘাযতীন' ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সুদীপ্তা জানান, "এই পিরিয়ড ছবিতে দেব যেভাবে অধ্যবসায়ের সঙ্গে ওয়ার্কশপ করেছে এবং সংলাপ বলার ক্ষেত্রে এতটাই সজাগ ছিল যা দেখে বোঝা যায় একজন অভিনেতা হিসেবে দেব এখন যথেষ্ট পরিণত। শুটিং চলাকালীন মাঝে মাঝেই দেব আমাকে জিজ্ঞাসা করত সংলাপটি ঠিক বলা হয়েছে কিনা! ঠিক যেমন আমরা বয়সে বড় অভিনেতাদের জিজ্ঞাসা করে থাকি।''
প্রসঙ্গত, সুদীপ্তা চক্রবর্তীকে মঞ্চে 'বিনোদিনী অপেরা'তে নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাচ্ছে। যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে সুদীপ্তাকে এই চরিত্র মঞ্চস্থ করতে। অন্যদিকে পর্দায় দেবের বান্ধবী রুক্সিনী মৈত্রকে দেখা যাবে বিনোদিনীর চরিত্রে। পর্দায় রস্মিণী যাতে এই চরিত্রকে আরো ভালো করে ফুটিয়ে তুলতে পারে সেই জন্য তাঁকে সাহায্য করেছেন সুদীপ্তা।

Tags : Dev Sudipta Chakraborty Controversy Chat Show Saswata Chattapadhya Matured Bengali Pronunciation Apur Sangsar

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.