মুম্বই: বেশ কয়েকদিন ধরে মহারাষ্ট্রের পানহালা দুর্গে বলিউড স্টার অক্ষয় কুমারকে নিয়ে পরিচালক মহেশ মাঞ্জেরেকর 'বেদাত মারাঠে বীর ডুডেল সাত' মারাঠি ছবির শুটিং করছেন। সম্প্রতি শুটিং চলাকালীন সেখানে রাতের দিকে এক দুর্ঘটনা ঘটে। ভারসাম্য হারিয়ে দুর্গের ওপর থেকে ১০০ ফুট নিচে পড়ে যায় ছবিটির ফটোগ্রাফি বিভাগের এক ক্রু। তাঁর নাম নাগেশ খোবরে।
জানা যাচ্ছে নাগের দুর্গের উপরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তারপর দুর্গ থেকে নিচের দিকে নেমে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ভারসাম্য হারিয়ে তিনি নিজে পড়ে যান। অন্যরা তাকে পড়ে যেতে দেখেন। তাকে তোলার জন্য দড়ি ধরে নিচে নেমে পড়েন আরো দুজন। পরে আহত নাগেশকে উদ্ধার করে কোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথা এবং বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি। তার অবস্থা যথেষ্ট সংকটাপন্ন। যদিও এই দুর্ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট চলচ্চিত্র কর্তৃপক্ষের কোন আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
প্রসঙ্গত, মারাঠি সাম্রাজের শাসক ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার।
শেয়ার করুন