কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় এক ঝটিকা সফরে এসেছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে অভিনেত্রী জানান এটি তাঁর দ্বিতীয় বার কলকাতা পরিদর্শন। এর আগে তিনি দুর্গাপুজোর সময় একবার এই শহরে এসেছিলেন। মুম্বই ফিরে যাবার আগে আজ শহরের কয়েকটি বিশেষ জায়গা তিনি ঘুরে দেখবেন। তিনি বলেন, 'এই শহর তার অত্যন্ত প্রিয়। দিদা শর্মিলা ঠাকুর এবং বাবা সইফ আলি খানের কাছে এই শহর সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। এখানকার ফুচকা এবং ঝালমুড়ি আমার অত্যন্ত প্রিয় খাবার।'
প্রসঙ্গত, আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে সারা আলি এবং ভিকি কৌশলের নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'। রাজস্থানে এই ছবির শেষভাগের শুটিং এর অভিজ্ঞতা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন সারা আলি। রাজস্থানে সারা কিভাবে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কেনাকাটি করেছে সেই অভিজ্ঞতার কথা শোনান। সম্প্রতি আজমির শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন দুজনে। সেখানে গিয়ে কিভাবে গ্রামের মানুষদের হেঁসেলে ঢুকে গিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে একটি দাওয়ায় বসে চাপাটি আচার খেয়েছেন ভিকি ও সারা সেই অভিজ্ঞতা আর একবার শোনান অভিনেত্রী।
এই ছবির ট্রেলারে দেখা গিয়েছিল সারা আলি খান অভিকী কৌশলের ফ্ল্যাশব্যাকে প্রেমে ভরা বিবাহিত জীবন। তারপর কয়েক বছর পার হয়ে দেখা যায় তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন। কিন্তু তাদের আশপাশের মানুষজন কিছুতেই বুঝতে চাইছেন না তারা কেন একসঙ্গে থাকতে চান না। রিয়েল লাইফে অবিবাহিত সারা আলি খানের এই চরিত্রে অভিনয় করতে কতটা অসুবিধা হয়েছে সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান,'আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে'।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন সারা আলি। এবছর একগুচ্ছ বলিউড অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটেছেন। অন্যান্যদের সঙ্গে সারা আলির আকর্ষণীয় পোশাক সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল উৎসবে। এ প্রসঙ্গে বলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেত্রী নন্দিতা দাস মন্তব্য করেছিলেন ''এটি একটি ঐতিহ্যশালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি কোনও ফ্যাশন প্লাটফর্ম নয়।এটা চলচ্চিত্র উৎসব, পোশাক উৎসব নয়..'' এ বিষয়ে কলকাতা টিভির পক্ষ থেকে সারার মতামত জানতে চাইলে তিনি কৌশলী উত্তর দিয়ে বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন,'আমি ওনার মন্তব্যকে সম্মান জানাই'।
শেয়ার করুন