
মুম্বই : গদর ২(Gadar 2)-র দুর্দান্ত সাফল্যের পর নেক্সট ছবির(Next Film) প্ল্যানিং(Planing) শুরু করে দিয়েছেন পরিচালক অনিল শর্মা(Anil Sharma)।শোনা যাচ্ছে, সানি দেওলের(Sunny Deol) পর এবার নানা পাটেকরের(Nana Patekar) সঙ্গে জুটি বাঁধছেন গদর ২-র পরিচালক।ক্রান্তিবীর(Krantiveer) তারকাকে নিয়ে একটি দুর্দান্ত কমার্শিয়াল ড্রামা ফিল্ম(Commercial Drama Film) তৈরির পরিকল্পনা করছেন তিনি।ছবিতে নানা পাটেকর ছাড়াও অভিনয় করবেন গদর ২-র জিতে(Jeete) ওরফে উৎকর্ষ শর্মা(Utkarsh Sharma)।বলিপাড়া সূত্রে খবর,ছবির প্রি-প্রোডাকশনের(Pre-Production) কাজ ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে।নভেম্বরেই মুম্বইতে শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।গদর ২-র সাফল্যের পর অনিল শর্মার ঝুলিতে এখন একঝাঁক নতুন ছবির অফার।২০২৪সালে দেওল পরিবারকে(Deol Family) নিয়ে আপনে ২(Apne 2) ছবির শ্যুটিং করবেন তিনি।পাইপলাইনে রয়েছে গদর ৩(Gadar 3)-ও।
৪৫০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে সানি দেওল,আমিশা প্যাটেল অভিনীত ছবি গদর ২।৫০০কোটির বক্সঅফিস কালেকশনের লক্ষ্যে রয়েছে ছবি।ছবির সাফল্যে সেলিব্রেশনের মুডে রয়েছেন তারকা এবং কলাকুশলীরা সকলেই।যদিও এতটুকুও বিচলিত নন পরিচালক অনিল শর্মা।গদর ২-র হাত ধরে যিনি অনেকদিন পর ফিরেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে।ইতিমধ্যেই পরবর্তী প্রজেক্ট নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনিল শর্মা।জানা যাচ্ছে,পরিচালকের পরের ছবিতে অভিনয় করতে চলেছেন নানা পাটেকর।পাশাপাশি দেখা যাবে অনিল শর্মার ছেলে তথা গদর ২-র অন্যতম অভিনেতা উৎকর্ষ শর্মাকেও।ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন পরিচালক ও কলাকুশলীরা।নভেম্বরে মুম্বইতে শুরু হয়ে যাবে এই কমার্শিয়াল ড্রামা ফিল্মের শ্যুটিং।করোনাকালের আগে থেকেই আপনে ২ নিয়ে গুঞ্জন বলিপাড়ায়।আগামী বছর একঝাঁক ছবির শ্যুটিং শুরু করে দেবেন অনিল শর্মা।যার মধ্যে অন্যতম হতে চলেছে আপনে ২।ছবিতে ধর্মেন্দ্র,সানি ববি ছাড়াও দেখা যাবে করণ দেওলকেও।
পাশাপাশি জল্পনা শোনা যাচ্ছে গদর ৩ ও গদর ৪ নিয়েও।২০০১ সালে গদর মুক্তি পাওয়ার পর গদর ২ দেখার জন্য ২২বছর অপেক্ষা করতে হয়েছে দর্শকদের।যদিও গদর ৩-র জন্য মোটেও অতদিন অপেক্ষা করতে হবে না।কারণ,২০২৪সালেই যাবে ছবির শ্যুটিং শুরু করবেন অনিল শর্মা।ব্যাক টু ব্যাক কাজ শুরু হবে গদর ৪ নিয়েও।যা নাকি গদর ২-র স্পিন অফ স্টোরি হতে চলেছে।একদিকে নানা পাটেকরকে নিয়ে নতুন ছবি,অন্যদিকে আপনে ২,গদর ৩ এবং গদর ৪।সবমিলিয়ে আগামী বেশ কয়েক বছর অনিল শর্মা যে শ্যুটিং ফ্লোরেই ব্যস্ত থাকবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।