কলকাতা: শুক্রবার নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন থেকে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Film Awards) বিজয়ীদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দেখা গেল বাংলা ছবির জয়জয়কার। জোড়া পুরস্কার এল পরিচালক অনীক দত্ত (Anik Dutta)-র ছবি ‘অপরাজিত’(Aparajito)-র ঝুলিতে। অন্যদিকে, জাতীয় মঞ্চে সেরার সেরা নির্বাচিত হল ‘কাবেরী অন্তর্ধান’।
৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ (Kaberi Antardhan)। অন্যদিকে জোড়া জাতীয় পুরস্কার এল অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’। সেরা প্রোডাকশন ডিজাইন এবং রূপটানের জন্য জাতীয় মঞ্চে জোড়া শিরোপা পেল ‘অপরাজিত’। এই ছবির জন্য সেরা রূপটান শিল্পীর জাতীয় পুরস্কার পেলেন টলিপাড়ার জনপ্রিয় রুপটান শিল্পী সোমনাথ কুণ্ডু (Somnath Kundu)।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারের মঞ্চে কারা হলেন সেরার সেরা, দেখুন
উল্লেখ্য, এবারও জাতীয় পুরস্কারের পাল্লা ভারী রাখল দক্ষিণী ইন্ডাস্ট্রিই। সেরা অভিনেতার পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণের ঝুলিতেই। ‘কান্তারা’ (Kantara) ছবির জন্য ঋষভ শেট্টি সম্মানিত হলেন সেরা অভিনেতার সম্মানে। আর ‘তিরুচিত্রম্বলাম’ নামক তামিল ছবির জন্য নিত্যা মেনন পেলেন সেরার শিরোপা। অন্যদিকে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অরিজিৎ সিং (Arijit Singh)।
দেখুন বিনোদনের আরও খবর