কলকাতা: অসংখ্য কাজ অসম্পূর্ণ রেখেই অভিনয় জগত থেকে চিরবিদায় নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা উদয় শংকর পাল (Uday Shankar Paul)। রেখে গেছেন ভূতের ভবিষ্যতের ‘আত্মারাম’ থেকে ভূতপরীর দুনিয়ার ‘বানোয়ারী’-কে। অভিনয় জগতের সঙ্গে ছিল তাঁর নিবিড় বন্ধন। নাটকের মঞ্চেই হোক বা সিনেমার পর্দায়, যেখানে যেমন চরিত্র পেয়েছেন মন দিয়ে শুধু অভিনয়টা করে গেছেন। কাজ করেছেন ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’-র মতো একাধিক ছবিতে। অভিনয়ের নেশায় বিয়ে-সংসার কিছুই করেননি উদয় বাবু। জীবনের লড়াইয়ে একাই লড়ছিলেন। গত ২০ মে শেষ হয়েছে সেই সব লড়াই, না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এবার আবেগের সুর বাঁধলেন সুমিত, অভিজিৎ, প্রসেনের দলবল। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল অভিজিৎ পালের (Abhijit Paul) পরিচালনায়, প্রসেনের (Prasen) কণ্ঠে ও সুরে, এফএমডি বাংলার (FMD Bangla) নিবেদনে বিশেষ মিউজিক ভিডিও থিয়েটারের গান ‘আমি কে’ (Aami ke)। নাটক পাগল মানুষ ছিলেন অভিনেতা উদয় শংকর পাল, নাট্যমঞ্চ ছিল তাঁর প্রাণের জায়গা। সেই নাট্যমঞ্চের থিম ধরা পড়ল মিউজিক ভিডিওতে। মঞ্চে নজর কাড়লেন তপতী মুন্সী, দেবলীনা দত্ত, সুমিত সমাদ্দাররা।
আরও পড়ুন: এক নয়, পাঁচ মায়ের কথা ফাঁস করলেন প্রসেনজিৎ!
মিউজিক ভিডিওটি সম্পর্কে পরিচালক অভিজিৎ পাল কলকাতা টিভির সঙ্গে একান্ত কথোপকথনে জানিয়েছেন, এই গানটা কোনও সাফল্যের গান নয়। এ গান শরীরের আর আবেগের। আমাদের এই প্রচেষ্টা উদয় দার জন্য। শুধুমাত্র নিজেদের না বলা কথা গুলো জানানোর জন্য। উল্লেখ্য, অভিজিৎই প্রথম অভিনেতা উদয় শংকর পালের অসুস্থতার খবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। কিন্তু চিকিৎসার টাকা ছিল না। অভিজিৎই দায়িত্ব নিয়ে আর্টিস্ট ফোরাম, পরিচালক অনীক দত্ত, অভিনেতা দেবদূত ঘোষ, শৈবাল মিত্র, সুমিত সমাদ্দারদের সহযোগিতায় বাঙুর হাসপাতালে ভর্তি করেছিলেন বর্ষীয়ান অভিনেতাকে। কিন্তু কোনও লাভ হয়নি, প্রাথমিক ভাবে কিছুদিন চিকিৎসার পরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা।
দেখুন বিনোদনের আরও খবর