বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যার ভাঙ্গন নিয়ে জল্পনার মাঝেই নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের সঙ্গেও নাকি বাড়ছে বিশ্ব সুন্দরীর দূরত্ব। সম্প্রতি অভিষেক বচ্চনের একটি সাক্ষৎকারের ছবি সামনে আসে। যেখানে দেখা যায় তাঁর হাত থেকে উধাও বিয়ের আংটি। সেই ছবি প্রকাশ্যে আসার পরই চর্চা অন্য মাত্রা পেল।
কিছুদিন আগে এক সংস্থার অনুষ্ঠানে কিছু বক্তব্য রেখেছিলেন অভিনেতা। সেখানেই মঞ্চের উপরে অভিষেক বক্তৃতার সময়ে তাঁর যে ছবি তোলা হয়, সেখানে দেখা যায় বিয়ের আংটিটি অভিষেকের হাতে নেই। এর আগে তাঁর হাতে সব সময়েই বিয়ের আংটি দেখা গিয়েছে। ফলে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর দূরত্বের জল্পনা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন: বিয়ের আগেই রেগে আগুন দর্শনা
এমনকী এটিও শোনা যাচ্ছে মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি ইদানীং নিজের মায়ের কাছেই থাকছেন ঐশ্বর্য। মেয়ে শ্বেতাকে নিজের বাংলো ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন, তা নিয়েও নাকি অসন্তুষ্ট ঐশ্বর্য। বচ্চন পরিবারের মধ্যকার ফাটল নিয়ে বাইরে আলোচনা চললেও পরিবারের কেউই এ নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি।
দেখুন আরও খবর: