আচমকাই চলে গেলেন জনপ্রিয় ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক টেরেন্স ডেভিস। গুরুতর না হলেও বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন। ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ব্রিটিশ এই চিত্রনাট্যকার তথা পরিচালকের বয়স হয়েছিল ৭৭ বছর। পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।’Distant Voice’, ‘Still Lives’, ‘The House of Mirth’, ‘The Deep Blue Sea’ সহ অসংখ্য জনপ্রিয় ছবি তৈরি করেছেন ডেভিস।
জনপ্রিয় এই পরিচালক-চিত্রনাট্যকারের জন্ম ও বেড়ে ওঠা লিভারপুলেই। সত্তর দশকের শেষ ও আশির দশকের শুরুর সময়ে ‘চিলড্রেন’, ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’ এবং ‘ডেথ অ্যান্ড ট্রান্সফিগারেশন’ সিনেমা দিয়ে নিজেকে তুলে ধরেছিলেন ডেভিস। ২০২১ সালে মুক্তি পেয়েছে তাঁর সাম্প্রতিকতম নেটফ্লিক্স ড্রামা ‘বেনিডিকশন’৷
আরও খবর পড়ুন: ‘রহস্যময়ী’ কী ভাইজানের জীবনসঙ্গী !
২০১৬ সালে জীবনীভিত্তিক সিনেমা ‘এ কোয়েট প্যাশন’-এ কবি এমিলি ডিকিনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকা সিনথিয়া নিক্সন, যেটির চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন টেরেন্স ডেভিস। তিনি ‘Distant Voice’, ‘Still Lives’-এর জন্য কান আন্তর্জাতিক সমালোচক পুরস্কার জিতেছিলেন।
আরও খবর দেখুন: