কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। টালিগঞ্জের গণ্ডি পেরিয়ে এখন হিন্দি এবং তামিল ছবির দুনিয়াতেও বেশ রমরমা অভিনেতার। তাঁর অনাবিল হাসি থেকে ডায়লগ ডেলিভারিং, সবটুকুতে বারবার মুগ্ধ হতে হয়। সম্প্রতি অভিনেতার মুকুটে জুড়ল নতুন পালক। বুর্জ খালিফায় (Burj Khalifa) ভেসে উঠল তাঁর মুখ। যেখানে একাধিকবার দেখা মেলে বলিউড বাদশা শাহরুখ খানকে। তাঁর জন্মদিন উপলক্ষে সেজে ওঠে এই বুর্জ খালিফা, সেখানেই দেখা গেল যিশুকে।
বুর্জ খলিকায় সলমন খান, সোনু সুদ, সোহেল খান, আল্লু অর্জুনদের সঙ্গে ভেসে উঠল অভিনেতা যিশু সেনগুপ্তের মুখ। বলি তারকাদের পাশে দাঁড়িয়ে সেই মুহূর্ত উপভোগ করতে দেখা গেল অভিনেতাকে। দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় যেখানে ট্রেলার লঞ্চ হয় শাহরুখের ছবির, বিশ্বের সর্বোচ্চ সেই বহুতলেই প্রথম টলিউড তারকা হিসাবে দেখা মিলল যিশুকে। যা দেখে এক কথায় উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা। কিন্তু কোন উপলক্ষে বুর্জ খালিফায় দেখা মিলল অভিনেতার মুখ?
আরও পড়ুন: মৃত্যু রহস্যে নাটকীয় মোড়, বেঁচে আছেন পুনম!
চলতি মাসের ২৩ তারিখ দুবাই এবং শারজায় অনুষ্ঠিত হবে CCL অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ। বেঙ্গল টাইগার্স দলের অধিনায়ক যিশু। বাংলার এই টিমে অংশ নেন সৌরভ দাস, রাহুল মজুমদার, জ্যামি বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, উদয় প্রতাপ সিং-এর মতো টলি তারকারা। বেঙ্গল টাইগার্স ছাড়াও ভোজপুরী দাবাংস, চেন্নাই রাইনোস, কেরালা স্ট্রাইকার্স, মুম্বই হিরোস, পঞ্জাব দে শের, তেলুগু ওয়ারিয়ার্স এবং কর্ণাটক বুলডোজার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
The stars are aligning on the cricket field!
Watch Celebrity Cricket League for the very first time on @JioCinema for free.#CCLOnJioCinema #CCL2024 pic.twitter.com/sCIlGVO8x4
— CCL (@ccl) February 2, 2024
সম্প্রতি বুর্জ খালিফায় CCL-এর দশম সিজনের ঝলক উন্মোচিত হল। সেই ঝলকেই বেঙ্গল টাইগার টিমের অধিনায়ক হিসেবে বুর্জ খালিফায় দেখা গেল যিশু সেনগুপ্তকে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ছবি।
View this post on Instagram
আরও খবর দেখুন