কলকাতা: হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সূত্রের খবর, বর্ষীয়ান অভিনেতার ইতিমধ্যেই একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। তবে চিন্তার তেমন কিছু নেই বলেই জানা যাচ্ছে। তবে আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। চিকিৎসকরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খেয়াল রাখছেন বলেই খবর।
আরও পড়ুন: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও ৩
উল্লেখ্য, এর আগে দু’বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তারপর ডেঙ্গুজ্বরেও আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। এখন আবার হাসপাতালে ভর্তির খবরে স্বাভাবিকভাবেই চিন্তিত অভিনেতার অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।