কলকাতা: ফের মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে কোয়েল লেখেন, পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।
২০২০ সালে অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে প্রথম ভাগ করে নেন কোয়েল। এক ফ্রেমে দেখা যায় কোয়েল-নিসপাল ও তাঁদের সন্তানকে। এ বার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। সম্প্রতি মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মহালয়ার ভোরে তাঁকে দেখা গিয়েছে ছোট পর্দায়, অসুরনাশিনী দুর্গা রূপে।
আরও পড়ুন: বাঁশদ্রোণী থানায় রাতভর ধরনা, গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়
কোয়েলের এই পোস্টে মন্তব্য করছেন জিৎ। অভিনেতা লিখলেন, অসাধারণ। পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখলেন, শুভেচ্ছা। খুব খুশি হয়েছি। পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, অনেক শুভেচ্ছা তোমাকে ও নিসপালকে। শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, মৌনি রায়-রাও।
View this post on Instagram