কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য, গোটা কলকাতা শহর জুড়ে থমথমে পরিবেশ, তখনই এই শহরের বুকের ঘটে গেল আরও এক হামলার ঘটনা। আক্রান্ত হলেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় (Payel Mukherjee)।
আরও পড়ুন: ধারাবাহিকের দুনিয়ায় ফিরছেন দিতিপ্রিয়া, কোন ভূমিকায়?
আক্রান্ত অবস্থায় রীতিমতো ভীত-সন্ত্রস্ত ভাবে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী বলেন, সাউদার্ন অ্যাভিনিউয়ের উপর দিয়ে তিনি নিজস্ব গাড়িতে করে যাচ্ছিলেন। আচমকাই সামনে এক বাইক আরোহী চলে আসায় তাঁর গাড়ির সঙ্গে অল্প একটু ধাক্কা লেগে যায়। তখনই বাইক আরোহী গাড়ি থামিয়ে অভিনেত্রীর গাড়ির দিকে বেড়ে আসেন। অভিনেত্রীকে গাড়ি থেকে নেমে আসতে বলেন। অভিনেত্রী নামতে রাজি না হলে সজোরে আঘাত করে গাড়ির কাঁচ ভেঙে দেন ওই বাইক আরোহী।
পরিস্থিতি অস্বাভাবিক হচ্ছে দেখে, অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় পুলিশে ফোন করেন। পুলিশ এসে অভিনেত্রীকে উদ্ধার করেন। স্থানীয় কয়েকজন ওই বাইক আরোহীকে পুলিশের হাতে তুলে দেয়। সাউদার্ন অ্যাভিনিউয়ের মতো কলকাতা শহরের এক জনবহুল রাস্তায় এইরকম আচমকা আক্রমণের ঘটনায় মর্মাহত অভিনেত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন পায়েল।
দেখুন বিনোদনের আরও খবর