কলকাতা: কাগজে কলমে চার-হাত এক হয়েছে আগেই। কথা ছিল ২০২২ সালেই বিয়ের পিঁড়িতে বসার। কিন্তু হঠাৎই সব কিছু ওলটপালট হয়ে যায়। টলিপাড়ায় গুঞ্জন ওঠে, ছোটপর্দার দুই পরিচিত মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee) এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) একসঙ্গে আর থাকতে চান না। তবে এই বিষয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি অর্ণব বা ঈপ্সিতা। যদিও সে সব এখন অতীত। সম্প্রতি আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের। তবে কি মান-অভিমানের পর্ব মিটিয়ে আবার কাছাকাছি এসেছেন তাঁরা?
২৫ মে ছিল জামাইষষ্ঠী Jamai Sasthi)। আর জামাইষষ্ঠীর দিন জামাইকে নানান আয়োজন করে খাওয়ালেন ঈপ্সিতার মা। ফল, মিষ্টি থেকে নানা রকেমের রান্না সব তৈরি করেছিলেন অর্ণবের জন্য। এই প্রসঙ্গে ঈপ্সিতা জানান, “অল্পই আয়োজন করেছিলেন বাবা বৃহস্পতিবার। আমাদের আইনি বিয়ে তো সারা হয়েই গিয়েছে। আগের বারও বিয়ের তারিখ আমরা জানাইনি। এখনও আমি কিছু জানি না।” নায়িকার সংযোজন, “পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে নিজেরা সম্পূর্ণ তৈরি হয়ে তারপর সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।”
আরও পড়ুন:Mainak Bandapadhya | Police Harassment | মৈনাককে পুলিশি হেনস্থা
উল্লেখ্য, কিছুদিন আগেই শেষ হয়েছে অর্ণব অভিনীত ধারাবাহিক ‘আলতা ফড়িং’। এই ধারাবাহিক চলাকালীনই শোনা গিয়েছিল যে, বিচ্ছেদের পথে হাঁটছেন ঈপ্সিতা ও অর্ণব। শোনা গিয়েছিল, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের ফলেই নাকি এমনটা ঘটেছিল। যদিও সেইসব অতীত কাটিয়ে আবারও একসঙ্গে হয়েছেন এই জুটি। এখন এই দুজনকে একই ছাদের তলায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।