শুক্রবার হইহই করে মুক্তি পাচ্ছে আহমেদ খান পরিচালিত ছবি ‘হিরোপন্তি ২’।ছবির সাফল্য কামনায় আজমের শরিফ যাচ্ছেন অভিনেতা টাইগার শ্রফ।বেশ কিছুদিন ধরেই চুটিয়ে ছবির প্রচার সারছেন ‘বাগি’ খ্যাত অভিনেতা।প্রমোশনে ব্যস্ত রয়েছেন টাইগারের নায়িকা তারা সুতারিয়া এবং ভিলেন লায়লা ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকিও।দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে টাইগার শ্রফের নতুন ছবি ‘হিরোপন্তি ২’।কাজেই ছবি ঘিরে ভক্তদের যে দারুণ আগ্রহ রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।প্রেস মিট থেকে রিয়েলিটি শো,একটানা ‘হিরোপন্তি’-২ এর প্রচার সেরে ক্লান্ত টাইগার।খবর মিলছে প্রচার থেকে ছুটি চেয়েছেন অভিনেতা।সামনেই ছবির মুক্তি।কিন্তু মুক্তির আগে কেন ছবির প্রচার থেকে বিরতি নিচ্ছেন টাইগার শ্রফ? জানা যাচ্ছে,চলতি সপ্তাহেই রাজস্থানের আজমের শরিফে যাবেন ছবির নায়ক বাবলু।
অন্য কোন কারণে নয়, ‘হিরোপন্তি ২’ এর সাফল্য কামনায় আজমের শরিফের দরগায় চাদর চড়াবেন তিনি।গোটা টিমের মতো ‘হিরোপন্তি ২’-এর বক্সঅফিস সাফল্য নিয়ে রীতিমতো আশাবাদী জ্যাকি পুত্র।এই ছবি তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে বলেই মনে করেন তিনি।প্রতি বার ছবি মুক্তির আগে আজমের শরিফ যান অভিনেতা।সেই ট্র্যাডিশন ভাঙতে নারাজ টাইগার শ্রফ।