কলকাতা: মুক্তির দিন যত এগোচ্ছে ‘টাইগার ৩’ (Tiger 3) নিয়ে উত্তেজনার পারদ ততই চড়ছে। দীপাবলতে মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মসের আগামী ছবি ‘টাইগার ৩’। মণীশ শর্মা পরিচালিত ছবিতে আবারও টাইগার হয়ে কামব্যাক করছেন সলমন খান (Salman Khan)। সঙ্গে জোয়া হয়ে থাকবেন ক্যাটরিনা কাইফ (Katrina kaif)। ছবির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণও আকর্ষণীয়। প্রথম দিনেই এই ছবির প্রায় ৬০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। এই অবস্থায় অভিনব উদ্যোগ নিয়েছে একটি মাল্টিপ্লেক্স। সলমনের ছবির জন্য তারা সারা দিন ব্যাপী শোয়ের আয়োজন করতে চলেছে।
জানা যাচ্ছে, আমদাবাদের সিনেস্টার মিনিপ্লেক্স রাত ২টো থেকে ‘টাইগার ৩’ ছবির প্রদর্শন শুরু করবে। শুধু আমদাবাদ নয়, পশ্চিম এশিয়ার একাধিক দেশে প্রথম দিনেই মধ্য রাত থেকে ভাইজানের ছবি দেখানোর পরিকল্পনা করা হয়েছে। তালিকায় রয়েছে দুবাই এবং রিয়াধ। সূত্রের দাবি, এই ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা পরিবেশকদের নতুন করে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আবার এরকমও শোনা যাচ্ছে, ছবির মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ ১৩ নভেম্বর থেকে জাতীয় স্তরে একাধিক পরিবেশক তাঁদের প্রেক্ষাগৃহে সারা দিন সলমনের ছবির শো রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: বিয়ের প্রস্তুতি শুরু আমির কন্যার